শেষে এসে সে কী ভোগান্তি! রংপুরের লেজ ছেটে দিতে পারছিলই না খুলনা। সোহওরায়ার্দী শুভর দারুণ ব্যাটিংয়ে শেষ দুই উইকেটে রংপুর তুলল একশর বেশি রান। তবে ব্যাটিংয়ে নেমে খুলনা সেটি ফিরিয়ে দিল শুরুতেই। উদ্বোধনী জুটিকেই আলাদা করতে পারছে না রংপুর!
Published : 16 Sep 2017, 07:55 PM
জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে খুলনায় প্রথম ইনিংসে ৪৭১ রান তুলেছে রংপুর। খুলনা দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ১৮৫ রান নিয়ে।
প্রথম শ্রেণিতে ত্রয়োদশ সেঞ্চুরি করে ১০৫ রানে অপরাজিত এনামুল হক। তার উদ্বোধনী জুটির সঙ্গী রবিউল ইসলাম রবি দিন শেষ করেছেন ৬৭ রান নিয়ে।
এনামুল শুরু করেছিলেন ওয়ানডের গতিতে। ৭ চারে ৫৭ বলে স্পর্শ করেন পঞ্চাশ। পরে খেলেছেন আরেকটু সতর্কতায়। ১৫৮ বলে করেছেন সেঞ্চুরি।
তিন অঙ্ক ছোঁয়ার পর তার উদযাপনটাও হলো দেখার মত। ড্রেসিং রুমের দিকে ছুটে গেলেন অনেকটা। মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন বাতাসে। দু হাত উঁচিয়ে মুহূর্তটি ধরে রাখলেন বেশ কিছুক্ষণ ধরে। দিন শেষে অপরাজিত ১৭৫ বলে ১০৫ রানে।
শুরুতে একটু নড়বড়ে থাকলেও থিতু হওয়ার পর আত্মবিশ্বাসী ছিলেন রবি। ১৭২ বলে তিন চার ও এক ছক্কায় অপরাজিত ৬৭ রানে।
ব্যাটিংয়ের স্বস্তির আগে খুলনার বোলিংয়ের শেষটা ছিল হতাশার। শেষের দুই ব্যাটসম্যানকে নিয়ে রংপুরকে টানেন সোহরাওয়ার্দী।
দ্রুত ফিরে যান সাজেদুল ইসলামও। এরপরই লোয়ার অর্ডারদের নিয়ে সোহরাওয়ার্দীর লড়াই। শেষ দুই জুটিতে রংপুর তোলে ১২০ রান!
নবম উইকেটে নূর হোসেন সাদ্দামের সঙ্গে জুটি ৭৩ রানের। সোহরাওয়ার্দীর পাশাপাশি দশে নামা সাদ্দামও খেলেছেন দারুণ সব শট।
আল আমিনের বাউন্সারে সাদ্দামের (৩৩ বলে ৩১) বিদায়ে ভাঙে জুটি। শেষ উইকেটে আরেকটি বড় জুটি। এবার সঞ্জিত সাহা সঙ্গ দেন সোহরাওয়ার্দীকে। বাঁহাতি অলরাউন্ডার এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।
দিনের শুরু থেকে বোলিং করেননি মাশরাফি। শেষ জুটি তাকে বাধ্য করে বল হাতে নিতে। শেষ পর্যন্ত তিনিই ভেঙেছেন জুটি। আউট সুইঙ্গারে গালিতে দারুণ ক্যাচ নিয়েছেন আফিফ। ১২১ বলে ১৬ চারে ৮৯ করে আউট সোহরাওয়ার্দী।
তবে রংপুরের ব্যাটিংয়ের আনন্দ হারিয়ে গেছে বোলিংয়ে। খুলনার স্বাদ ঠিক উল্টো!
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ১২০.৩ ওভারে ৪৭১ (আগের দিন ৩২৫/৬) (নাঈম ১৩৫, সোহরাওয়ার্দী ৮৯, সাজেদুল ১, সাদ্দাম ৩১, সঞ্জিত ৭*; মাশরাফি ১/৬১, আল আমিন ৪/১০২, রাজ্জাক ৩/১২৬, আশিকুজ্জামান ০/৪৪, জিয়াউর ০/৬, আফিফ ১/৯১, রবি ০/৫, তুষার ১/৩১)।
খুলনা ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৮৫/০ (রবি ৬৭*, এনামুল ১০৫*, সাজেদুল ০/৩১, সাদ্দাম ০/১৬, আরিফুল ০/১৭, সঞ্জিত ০/৩৮, সোহরাওয়ার্দী ০/৩৫, মাহমুদুল ০/৪০)।