কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার আশা ওকসের

বাংলাদেশ সফরে মাঠের লড়াইয়ে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের সঙ্গে কন্ডিশনকেও বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন ক্রিস ওকস। তবে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদী ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2016, 04:05 PM
Updated : 4 Oct 2016, 04:14 PM

মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে গরমে বেশ ভুগতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। পায়ে টান লেগেছিল অলরাউন্ডার বেন স্টোকস আর পেসার লিয়াম প্লানকেটের। ওকস জানান, মাঠে গরমের সঙ্গেও লড়তে হয়েছে তাদের।   
 
“অনেক গরম ছিল। রোদ যখন চরমে তখন দিনে ম্যাচ খেলা খুব কঠিন। কিন্তু আমরা এটা পেরিয়ে এসেছি। অনেকের পায়ে টান লেগেছে। আমরা এখানে যত বেশি থাকবো তত উন্নতি করবো। এই গরমে ৫০ ওভার খেলেছি। আমরা যেভাবে এগোচ্ছি তাতে সত্যিই খুব খুশি।” 
 
দিবা-রাত্রির ওয়ানডে সিরিজে গরম সহনীয় থাকবে বলেই মনে করেন ৫২ রানে ৩ উইকেট নেওয়া ওকস।  
 
“আশা করি ওয়ানডে সিরিজে অত গরম থাকবে না। এই আবহাওয়ায় আমাদের মানিয়ে নিতে হবে। আশা করছি, শুক্রবারের আগেই ঠিক হয়ে যাবে।”
 
“আমরা অভ্যস্ত নই এমন কঠিন কন্ডিশনে খুব ভালো পারফরম্যান্স ছিল। যে কোনো কন্ডিশনে যে কোনো দলের বিরুদ্ধে জয়টা ভালো। যে কোনো উইকেটে ৩০০ রান তাড়া করাও দারুণ বিষয়। সব মিলিয়ে ভালো পারফরম্যান্স ছিল।”