হঠাৎ প্রস্তুতি ম্যাচে মুশফিক

ব্যাটিং-কিপিংয়ে ছন্দ হারিয়ে ফেলা মুশফিকুর রহিম খেলছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2016, 06:08 AM
Updated : 4 Oct 2016, 01:27 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচের পূর্বঘোষিত দলে ছিলেন না টেস্ট অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, নিজের চাওয়া থেকেই প্রস্তুতি ম্যাচে খেলছেন মুশফিক।

“এই ধরনের ম্যাচে তো যখন-তখন যে কাউকে আনা যায়। কাল রাতে ও বলেছিল খেলতে চায়। সেই জন্যই ওকে দলে নেওয়া হয়েছে।”

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে মুশফিক খেলেছিলেন প্রস্তুতি ম্যাচে। সেবার ৮১ রান এসেছিল তার ব্যাট থেকে।

এর আগে হুট করে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন তামিম ইকবালও। সেবার খুব একটা ভালো না করলেও প্রস্তুতি ম্যাচ থেকেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

বাংলাদেশের সবচেয়ে অনত্যম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক ২-১ ব্যবধানে জেতা আফগান সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে আউট হন রশিদ খানের স্পিনে বিভ্রান্ত হয়ে। প্রথম ম্যাচে গুগলি বুঝতে পারেননি, তৃতীয়টিতে গুগলি হবে ভেবে খেলে আউট হন। তিন ইনিংসে সব মিলিয়ে করেন ৫৬ রান।

পুরো সিরিজে কিপিংয়ে মুশফিকের ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। অনেক ক্যাচ, স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন।