Published : 25 Jul 2016, 07:19 PM
একটা সময় তিন ফরম্যাটেই নাসির ছিলেন অপরিহার্য। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পরপরই হয়ে উঠেছিলেন দলের সম্পদ। সময়ের পরিক্রমায় আজ তাকে লড়তে হয় জায়গার জন্য। টি-টোয়েন্ট বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে না পারার আক্ষেপে পুড়েছেন যথেষ্টই।
তবে ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলের কন্ডিশনিং ক্যাম্পে থাকা এই অলরাউন্ডার এখন তাকাচ্ছেন সামনে। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন জায়গা আদায় করে নেওয়ার প্রত্যয়।
“এটা আসলে আমার হাতে নেই (দলে থাকা, না থাকা)। সব কিছু তো আমার হাতে নেই। এটা ম্যানেজম্যান্টের হাতে। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি। ইচ্ছা আছে টি-টোয়েন্টি, টেস্ট বা ওয়ানডে…ভালো কিছু করে যেন আমি তিনটা ফরম্যাটেই নিয়মিত খেলতে পারি।”
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে নিজের ফর্মই ভরসা দিচ্ছেন নাসিরকে।
“আপনি যেখানেই পারফর্ম করেন, এটা আপনাকে আত্মবিশ্বাস দেবেই। প্রিমিয়ার লিগের কথা বলবো দুই একটা ম্যাচ ছাড়া মোটামুটি ভালই খেলেছি। আমি যে জায়গাটায় ব্যাটিং করেছি সেখানে খুব বেশি ওভার থাকে না। হয়তো ১৫-২০ বা ২০-২৫ ওভার পেয়েছি। আমি সেখানে সর্বোচ্চ রান করা চেষ্টা করেছি। সব মিলিয়ে আমি আমার প্রিমিয়ার লিগের পারফরম্যান্স নিয়ে খুশি।”