বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন আফগান এই অলরাউন্ডার।
Published : 03 Nov 2023, 08:17 PM
দলের জয়ে মোহাম্মদ নাবি অবদান রাখেন নিয়মিতই। কিন্তু সতীর্থদের দীপ্তিতে আড়ালে পড়ে যান প্রায়ই। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের দারুণ জয়ের নায়ক তিনিই। ওয়ানডেতে সাত বছর পর নাবি জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
বিশ্বকাপে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেওয়া নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান।
রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদির ফিফটিতে ১১১ বল বাকি থাকতেই ডাচদের ১৭৯ রান পেরিয়ে যায় আফগানরা।
নিশ্চিতভাবেই নেদারল্যান্ডসকে সবচেয়ে বেশি ভুগিয়েছে চার রান আউট। দারুণ বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নেওয়া নাবিও কম ভোগাননি। বাস ডে লেডে, লোগান ফন বিকদের খুব বেশি কিছু করতে দেননি তিনি। পরে পল ফন মেকেরেনকে ফিরিয়ে ডাচদের ইনিংসের ইতি টানেন নাবিই।
২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। লম্বা সময় অপেক্ষার পর পেলেন আবার। স্রেফ বোলিংয়ের জন্য প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ওয়ানডেতে জিতলেন ষষ্ঠবার, বিশ্বকাপে প্রথম।