অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার উসমান খাওয়াজার মতে, ভিন্ন ধরনের অ্যাকশনের কারণেই বাকিদের চেয়ে জাসপ্রিত বুমরাহকে খেলা কঠিন হয়।
Published : 14 Nov 2024, 08:54 PM
বিশ্ব ক্রিকেটে সময়ের সেরা বোলারদের একজন জাসপ্রিত বুমরাহ। মাঠে অনেক ব্যাটসম্যানের জন্যই ভোগান্তির কারণ হয়ে ওঠেন এই পেসার। তবে, উসমান খাওয়াজার ক্ষেত্রে চিত্রটা অন্যরকম; টেস্টে একবারও বুমরাহর বলে আউট হননি অস্ট্রেলিয়ার ওপেনার। সেই অভিজ্ঞতা থেকে ভারতীয় তারকাকে সামলানোর একটা উপায় জানালেন খাওয়াজা।
বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারত দল। সিরিজ শুরুর এখনও বাকি এক সপ্তাহের বেশি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকেট নিশ্চিত করতে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে সাফল্য খুব জরুরি দুই দলের জন্যই। আর স্বাগতিকদের সেই লক্ষ্য পূরণের বড় বাধা হতে পারেন বুমরাহ।
অস্ট্রেলিয়ার মাঠে এখন পর্যন্ত সাত টেস্টে মাত্র ২১.২৫ গড়ে ৩২ উইকেট নিয়েছেন ৩১ ছুঁইছুঁই এই পেসার। সামনের সিরিজেও তার ওপর নির্ভর করবে ভারত। তবে তার বিপক্ষে আবারও সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী খাওয়াজা। ফক্স স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে সেই আশার কথাই শোনালেন তিনি।
“তাকে প্রথমবার মোকাবেলা করার সময় তার অ্যাকশনটাই বড় চ্যালেঞ্জ। ব্যতিক্রমী ও অদ্ভুত ধরনের অ্যাকশন, কারণ তার বল ছাড়ার ধরণটা অন্যদের চেয়ে আলাদা।”
টেস্টে এখন পর্যন্ত চার ম্যাচে সাত ইনিংসে বুমরাহর মোকাবেলা করেছেন খাওয়াজা। ১৫৫ বল খেলে ৪৩ রান করেছেন বাঁহাতি ওপেনার, বিপরীতে একবারও আউট হননি। সাদা বলের ক্রিকেটে অবশ্য আট ম্যাচে দুইবার তার শিকার হয়েছেন খাওয়াজা।
সময়ের সেরা বোলারদের একজনকে ভালোভাবে সামলানোর এই অভিজ্ঞতা থেকেই দলের বাকিদের জন্য পরামর্শ দিলেন খাওয়াজা।
“এটা (তার বল ছাড়ার জায়গা) কিছুটা ওপরে। অনেক বোলার পপিং ক্রিজের কাছাকাছি এসে বল ছাড়ে। বুমরাহর ক্ষেত্রে মনে হয় যেন সামনের পায়ের সাহায্য নিয়ে (পপিং ক্রিজের) আরেকটু বাইরে থেকে বল ছাড়ে।”
“মনে হয় যেন, ধারণার চেয়ে অনেক দ্রুত চলে আসে বল। তাই তার অ্যাকশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে, সমস্যা থাকে না। তার বিপক্ষে আমি অনেক খেলেছি। তাই বলে বলছি না যে, সে আমাকে প্রথম বলে আউট করতে পারবে না। যে কেউই করতে পারে। তবে বিষয়টা হলো, তাকে প্রথমবার মোকাবেলা করার সময় একটু অদ্ভুত লাগে। পরে একটু ছন্দ পেয়ে গেলে তাকে খেলাটা সহজ হয়। সবকিছুর পরেও সে বিশ্ব মানের বোলার।”
অবশ্য কেবল বুমরাহ নয়, ভারতের অন্যান্য বোলারদের নিয়েও সতর্ক খাওয়াজা।
“সবাই বুমরাহর ব্যাপারে কথা বলে। তবে তাদের আরও অনেক ভালো বোলার আছে। আমি মনে করি, মোহাম্মদ সিরাজ খুব ভালো বোলার। ডানহাতি, বাঁহাতি- উভয়ের জন্যই সে কার্যকর। মোহাম্মদ শামি যখন সুস্থ ছিল, এবং সিরিজে খেলেছিল, দারুণ করেছিল। কিন্তু তাকে ঠিকমতো মূল্যায়ন করা হয়নি। কেউ তাকে নিয়ে কথা বলেনি। তাদের স্পিন বিভাগও খুব ভালো।”
পার্থে আগামী ২২ নভেম্বর শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট।