টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন ও মার্ক চাপম্যান।
Published : 26 Mar 2025, 03:04 PM
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকে দুর্দান্ত বোলিং করেছেন জ্যাকব ডাফি। এতে র্যাঙ্কিংয়েও তরতরিয়ে ওপরের দিকে উঠছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন নিউ জিল্যান্ডের এই পেসার।
প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠেছিলেন ডাফি। তৃতীয় ম্যাচে ৩৭ রানে একটি উইকেট নেওয়ার পর চতুর্থ ম্যাচে স্রেফ ২০ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। এতে র্যাঙ্কিংয়ে আরও সাত ধাপ এগিয়ে পাঁচ নম্বরে আছেন ৩০ বছর বয়সী বোলার।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশের দিন বুধবার পঞ্চম ম্যাচেও চমৎকার বোলিংয়ে ১৮ রানে ২ শিকার ধরে ডাফি সিরিজ শেষ করেছেন ১৩ উইকেট নিয়ে। এই ম্যাচে তার পারফরম্যান্সের প্রতিফলন পড়বে আগামী সপ্তাহে প্রকাশিত র্যাঙ্কিংয়ে।
সিরিজে দুই দফায় ৪টি করে উইকেট নিয়েছেন তিনি।
চতুর্থ ম্যাচে ২৫ রানে ৩ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে আছেন নিউ জিল্যান্ডের আরেক পেসার জ্যাকারি ফোকস। ১১ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তৃতীয় ও চতুর্থ ম্যাচে ৩টি করে শিকার ধরেন তিনি।
মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ম্যাচে ২০ বলে ৫০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা নিউ জিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন। অকল্যান্ডে তৃতীয় ম্যাচে ৪৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন মার্ক চাপম্যান।
ওই ম্যাচে ৪৫ বলে অপরাজিত ১০৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা পাকিস্তানের হাসান নাওয়াজ বড় লাফ দিয়ে উঠে এসেছেন ৭৭তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, অলরাউন্ডারদের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া চূড়ায় আছেন।