ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলার সময় কাউকে কিছু না জানিয়ে আলজারি জোসেফ মাঠ ছেড়ে যাওয়ায় অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।
Published : 07 Nov 2024, 04:30 PM
খেলা চলাকালীন আলজারি জোসেফের মাঠ ছেড়ে যাওয়ার ব্যাপারে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে 'নো কমেন্ট… মাঠে অনেক কিছুই হয়' বলে এড়িয়ে যান শেই হোপ। তবে ড্যারেন স্যামি চুপ থাকেননি। এই ঘটনায় জোসেফের ওপর রুষ্ট হওয়ার কথা সরাসরিই বললেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ।
বারবাডোজে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন একাধিকবার হুট করে মাঠ ছেড়ে যান জোসেফ। যে কারণে এক ওভার ১০ জন নিয়ে ফিল্ডিং করতে হয়ে ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচ শেষে ২৭ বছর বয়সী পেসারের এমন আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন স্যামি।
ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভার শেষে ঘটনার শুরু। মাঠ সাজানো নিয়ে যেন একমত হতে পারছিলেন না হোপ ও জোসেফ। আঙুল উঁচিয়ে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় জোসেফকে। ওভার শুরুর আগে চলতে থাকে তাদের লম্বা আলোচনা। একপর্যায়ে আম্পায়ারও এসে তাড়া দিতে থাকেন।
পরে ওভার শুরু করেন জোসেফ। চতুর্থ বলে তার ১৪৮ কিলোমিটার গতির ডেলিভারিতে আউট হন জর্ডান কক্স। তবে দলের সঙ্গে উদযাপন করেননি জোসেফ। আর ওভার শেষ করে কোনো দিকে না তাকিয়ে সোজা মাঠের বাইরে চলে যান তিনি। ফলে পঞ্চম ওভারে একজন কম নিয়ে ফিল্ডিং করে ক্যারিবিয়ানরা।
ষষ্ঠ ওভারে আবার মাঠে ফিরে আসেন জোসেফ। তবে দ্বাদশ ওভারের আগে আর বোলিং করানো হয়নি তাকে। এরপর নতুন স্পেলে দুই ওভার করেন তিনি, তবে তার বোলিংয়ে একাধিক মিস ফিল্ডিং হওয়ায় আবার মাঠের বাইরে চলে যান ২৭ বছর বয়সী পেসার। পরে অবশ্য মাঠে ফিরে নিজের কোটা শেষ করেন তিনি।
সব মিলিয়ে ম্যাচে ১০ ওভারে ৪৫ রান খরচায় কক্স ও ড্যান মুজলির উইকেট নেন জোসেফ। ইংল্যান্ডকে ২৬৩ রানে থামিয়ে ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।
ম্যাচ শেষে আলোচনার অনেকখানি জুড়ে ছিল জোসেফের মাঠ ছাড়ার ঘটনা। টকস্পোর্টের সঙ্গে আলাপে এই বিষয়ে নিজের অসন্তোষ লুকাননি স্যামি।
“ক্রিকেট মাঠে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমরা বন্ধু থাকব... তবে দলের মধ্যে আমি যে সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি, সেখানে এমন কিছু অগ্রহণযোগ্য। এই বিষয়ে অবশ্যই (জোসেফের সঙ্গে) কথা হবে।”
গত বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্যামি। এরপর থেকে ব্যক্তিগত পর্যায়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের সামাল দেওয়ার ক্ষেত্রে দারুণ পারদর্শিতা দেখিয়েছেন তিনি। আন্দ্রে রাসেল, এভিন লুইসরা স্যামির সঙ্গে আলাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে রাজি হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়কের আশা, সঠিক পথে এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।
“(কারো সঙ্গে) কঠিন কোনো বিষয়ে আমি ভালোভাবে আলোচনা করতে পারি। এমনভাবে কথা বলি, যেন সবাই নিজের করনীয় বুঝতে পারে। ছেলেদের ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যেতে দেখা আমার জন্য গর্বের।”
“আরও অনেক কাজ বাকি। তবে আমি এই বিষয়ে খুবই আগ্রহী।”