নিলামে দল পাওয়ার পরও টানা দ্বিতীয়বার কোনো চোট ছাড়াই অন্য কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ব্রুক।
Published : 17 Mar 2025, 09:58 PM
আরও একবার আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। নতুন এই নিয়মের বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেছেন দুই ইংলিশ ক্রিকেটার মইন আলি ও আদিল রাশিদ।
২০২৫ আইপিএলের নিলামের আগে নিয়ম করা হয়, নিলামে দল পাওয়ার পর গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কোনো বিদেশি ক্রিকেটার আসর থেকে সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য নিলামে অংশ নিতে দেওয়া ও আইপিএলে খেলার সুযোগ দেওয়া হবে না। গ্রহণযোগ্য কারণ বলতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা আছে, ‘চোট সমস্যা বা মেডিকেল সংক্রান্ত কোনো ইস্যু’, যেটি ওই ক্রিকেটারের নিজ দেশের বোর্ডের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ব্রুক এখন ২০২৭ পর্যন্ত আইপিএলে খেলতে বা নিলামের অংশ হতে পারবেন না।
‘বিয়ার্ড বিফোর ক্রিকেট’ পডকাস্টে মইনকে জিজ্ঞেস করা হয়, দুই বছরের নিষেধাজ্ঞা কঠোর হবে কি না। এই অলরাউন্ডার জানান তার মত।
“এটা কঠোর নয়। আমি এর সঙ্গে একমত। অনেকেই এটা (নাম প্রত্যাহার) করে থাকেন। অনেক খেলোয়াড় অতীতে এমনটা করেছেন। তারা নাম প্রত্যাহার করে পরে ফিরে এসে আরও ভালো আর্থিক প্যাকেজ পান। এতে অনেক কিছু এলোমেলো হয়ে যায়।”
“ব্রুকের নাম প্রত্যাহারে দলের (দিল্লি ক্যাপিটালস) পরিকল্পনা এলোমেলো হয়েছে। যে কোনো দলের জন্য হ্যারি ব্রুকের মতো খেলোয়াড় হারানো মানে সমস্যার মুখে পড়া। এখন তাদের সবকিছু নতুন করে সাজাতে হবে। তার কথা একটু সময়ের জন্য ভুলে যান। যদি কেউ নাম প্রত্যাহার করে, তাহলে নিয়ম অনুযায়ী নিষিদ্ধ হওয়া উচিত, যদি না সেটা পরিবারের বা চোটের কারণে হয়। চোট বা অন্য কিছু হলে ব্যাপারটা ভিন্ন। কিন্তু শুধু শুধু নাম প্রত্যাহার করলে আমি (এই নিয়মের) সঙ্গে একমত।”
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছিল দিল্লি। এই মাসের শুরুর দিকে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ইংল্যান্ডের বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় বোর্ডকে। তার দল দিল্লিকেও তা জানিয়ে দেওয়া হয়। ওই সময় ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময়ের পর নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সময় প্রয়োজন।”
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় জস বাটলার নেতৃত্ব ছাড়ার পর ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক ব্রুক হবেন বলে ধারণা করা হচ্ছে। তার আইপিএল থেকে সরে দাঁড়ানোয় সেই সম্ভাবনাকেই আরও জোরাল করে। ইসিবির তিন সংস্করণের চুক্তিতেই আছেন তিনি। তার আইপিএল না খেলার পেছনে কারণ হতে পারে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।’
এই বছরে বড় দুটি টেস্ট সিরিজ আছে ইংল্যান্ডের সামনে। আগামী জুন-জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে তারা। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় হবে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া মইনও মনে করেন, ব্রুকের আইপিএল থেকে সরে যাওয়ার পেছনে কাজ করেছে তার ইংল্যান্ডের নেতৃত্ব পাওয়ার সম্ভাবনার বিষয়টি।
“এটা আগেও কয়েকবার ঘটেছে, ইংল্যান্ডের খেলোয়াড়রা অতীতেও কয়েকবার এমনটা করেছে। সে অনেক ক্রিকেট খেলেছে; হয়তো একটু বিশ্রামের কথা ভাবছে, সামনে ব্যস্ত গ্রীষ্ম আসছে। যদিও ইংল্যান্ড অনেক ম্যাচ খেলে। সে সব সংস্করণে খেলছে, সম্ভবত সাদা বলের দলেরও অধিনায়ক হতে চলেছে সে, হয়তো নিজেকে একটু বিরতি দিচ্ছে। শীতকালটা কঠিন ছিল, হয়তো তার খেলাটা আরেকটু গুছিয়ে নিতে চাইছে সে।”
এই সিদ্ধান্ত ব্রুককে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। যদিও আইপিএল কর্তৃপক্ষ এখনও তাকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দেয়নি।
গতবারও ব্রুকের খেলার কথা ছিল দিল্লির হয়ে। নিলামে তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু দাদির মৃত্যু পর পরিবারের সঙ্গে থাকার জন্য টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে নিজেকে সরিয়ে নেন তিনি। দাদির মৃত্যুতে ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে যাননি সেবার।
এবারও টুর্নামেন্টের কাছাকাছি সময়ে এসেই তিনি নিজেকে সরিয়ে নিলেন।
আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ইংলিশ লেগ স্পিনার রাশিদও মইনের সঙ্গে সুর মেলান নতুন নিয়ম নিয়ে।
“এটাই নিয়ম। যদি এমন কিছু ঘটার আগে তারা নিয়মটি চালু করে, তাহলে ক্রিকেটাররা জানেন যে, এটাই নিয়ম, যদি নাম লেখান এবং প্রত্যাহার করে নেন, তাহলে এটিই ঘটবে। এর পরিণতি জানেন। তাই আমার মনে হয় না এটা কঠোর। যদি কেউ চোটের কারণে বা অন্য কোনো কারণে নাম প্রত্যাহার করে, তাহলে নিয়মটা ভিন্ন হতে পারে বা সেভাবে পরিবর্তিত হতে পারে।”
“এটা অনেকদিন ধরেই চলছে, মো (মইন) আইপিএলে অনেক বেশি সময় ধরে আছে, পাঁচ-দশ বছর ধরে অনেকেই দল পাওয়ার পর নাম প্রত্যাহার করে নিয়েছেন। এটাই থামানোর চেষ্টা করছেন তারা (কর্তৃপক্ষ)। অনেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়, যা দলের পরিস্থিতি কঠিন করে তোলে।”
এবারের আইপিএল শুরু হবে আগামী শনিবার।