‘বাইরের কারও কথায় কিছু যায়-আসে না’, মাশরাফি প্রসঙ্গে গিবসন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2021 06:02 PM BdST Updated: 27 Oct 2021 02:08 AM BdST
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের কোচিং স্টাফের সমালোচনা করলেও সেসবকে পাত্তা দিচ্ছেন না ওটিস গিবসন। দলের বাইরের কারও কথা নিয়ে কোনো আগ্রহ নেই বাংলাদেশের বোলিং কোচের।
Related Stories
বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের পর থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। জয়ের মতো অবস্থায় থেকে ম্যাচ হেরে যাওয়ার জন্য অনেকে আঙুল তুলছেন অধিনায়ক মাহমুদউল্লাহর দিকে, মাঠে তার নানা সিদ্ধান্তের জন্য। দুটি কাচ ছেড়ে দেওয়া লিটন দাসকেও তোলা হচ্ছে কাঠগড়ায়।
মাশরাফি তার ব্যক্তিগত ফেইসবুক পাতায় দীর্ঘ লেখায় অধিনায়ক ও লিটনকে দায় দেওয়ার পাশাপাশি টেনে আনেন দলের সাপোর্ট স্টাফকেও। অধিনায়ক চাপে থাকার সময় প্রধান কোচ কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা, ফিল্ডিংয়ে টানা ব্যর্থতার পরও ফিল্ডিং কোচ কিভাবে টিকে থাকেন, মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টকে পাশে পায় কিনা, এসব প্রশ্ন তুলে ধরেন মাশরাফি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এটি নিয়েই জিজ্ঞাসা করা হয় গিবসনকে। বোলিং কোচ স্রেফ উড়িয়ে দিলেন এই প্রসঙ্গ।
“এটা নিয়ে আমার একদমই ভাবনা নেই। আমাদের বৃত্তের বাইরে কে কী বলল, তা নিয়ে কোনো আগ্রহ বা ভাবনা নেই। কোচিং গ্রুপ হিসেবে আমরা কী করছি, তা আমাদের জানা আছে। তো, দলের বাইরের কে কী বলছে, সেসবে কিছু যায়-আসে না।”
লিটনের ক্যাচ ছাড়ার প্রসঙ্গে গিবসন টেনে আনলেন সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে।
“আমাদের দলের বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কিছু, এখানে কে কী বলছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। দলের ভেতরে বা আশেপাশে যা বলা হচ্ছে, সেটিই কেবল আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিশ্চিতভাবেই আমাদের দলে ম্যাচ হারার জন্য একজনকে দায় দেওয়া হচ্ছে না। বরং ওকে সমর্থন দিচ্ছি।”
বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পরের দুই ম্যাচ জিতে বাংলাদেশ সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপে দ্বিতীয় হয়ে। এরপর মূল লড়াইয়ের মঞ্চে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওই হার।
-
বিশ্বকাপ সেরা একাদশে ভারতের কেউ নেই, অধিনায়ক বাবর
-
‘হাল ছেড়ো না’, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আজহারউদ্দিন
-
‘মাঝেমধ্যে সূর্য দেরিতে ওঠে’, ওয়ার্নারকে নিয়ে কাইফ
-
‘বাবরকে বাদ দিয়ে ওয়ার্নারকে সেরা করা অন্যায় সিদ্ধান্ত’
-
নিন্দার কাঁটা মাড়িয়ে নন্দিত প্রহরে মার্শ
-
আনন্দকে আলিঙ্গন করে শিরোপার স্বর্গে অস্ট্রেলিয়া
-
ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবে, আগেই কোচকে বলেছিলেন ফিঞ্চ
-
ফাইনালের ফলে টসের প্রভাব দেখছেন দুই অধিনায়কই
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নীচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়