নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ
বারবার খেলোয়াড় ও কোচের বদল পাকিস্তান ক্রিকেটের অগ্রগতির পথে বড় বাধা বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
Published : 17 Mar 2025, 07:57 PM
“আড়াই বছরে আমরা ১৬ জন কোচ ও ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি”, পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের কথাটিতেই ফুটে উঠছে কতটা অস্থির সময় পার করছে দেশটির ক্রিকেট। দলটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হাকও এক্ষেত্রে ধারাবাহিকতার প্রয়োজন দেখছেন। তার মতে, বারবার খেলোয়াড় ও কোচের বদল পাকিস্তান ক্রিকেটের অগ্রগতির পথে বড় বাধা।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে বয়ে যায় সমালোচনার ঝড়। প্রধান কোচ আকিব, নির্বাচকদের পাশাপাশি শূলে চড়ানো হয় খেলোয়াড়দেরও। দলের বাজে অবস্থার দায় হিসেবে তখন বারবার কোচ ও নির্বাচক বদলের পরিসংখ্যানটি তুলে ধরেন আকিব।
টি-টোয়েন্টিতে নতুন শুরুর আশায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নিউ জিল্যান্ড সফরে গেছে পাকিস্তান। কিন্তু প্রথম ম্যাচেই বিভীষিকাময় এক অভিজ্ঞতা সঙ্গী হয় তাদের। কিউইদের চমৎকার বোলিংয়ে স্রেফ ৯১ রানে গুটিয়ে যায় তারা।
তাতে পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা পায় নতুন মাত্রা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির সাবেক প্রধান নির্বাচক ইনজামাম বলেন, ব্যর্থতার এই বৃত্ত থেকে বের হতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বোর্ডের।
“গত দুই বছরে পাকিস্তানের পারফরম্যান্স নিচের দিকে নেমেছে। আমরা যদি সঠিক পথে কাজ না করি, তাহলে এভাবে ভুগতেই থাকব।”
“বারবার খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্ট পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমাদের বসে পর্যালোচনা করে বের করতে হবে, কোথায় ভুল হচ্ছে।”
পাকিস্তানের এই সাবেক ব্যাটসম্যানের মতে, যথেষ্ট সুযোগ না দিয়ে, সমর্থন না করে বারবার দলে বদল আনলে আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগবে খেলোয়াড়রা।
“খুব বেশি পরিবর্তন করার বদলে আমাদের সাবধানতার সঙ্গে মূল্যায়ন করতে হবে, কোনো জায়গায় ভুল হচ্ছে। যদি ক্রমাগত পরিবর্তন করা হয়, খেলোয়াড়রা তাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না এবং পরিস্থিতি একই থাকবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করেন বাবর। কিন্তু এই রান করতে তার লেগে যায় ৯০ বল। পঞ্চাশে পা রাখেন তিনি ৮১ বলে। ৩২১ রানের লক্ষ্য তাড়ায় ধারেকাছেও যেতে পারেনি পাকিস্তান।
ওই ম্যাচের পর বাবরের ব্যাটিংয়ের ধরন নিয়ে চর্চা হয় প্রচুর। পরে এই তারকা ব্যাটসম্যান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে করতে পারেন কেবল ২৩ রান। ভীষণ খারাপ সময়ের মধ্যে থাকা উত্তরসূরির পাশে দাঁড়ালেন ইনজামান।
“বাবর আজম শীর্ষ মানের ক্রিকেটার। সবাই বাজে সময়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু জাতীয় দল গত কয়েক মাস ধরে ভালো ক্রিকেট খেলছে না।”
“ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। কোথায় ভুল হচ্ছে, সেগুলো সবাই মিলে খুঁজে বের করতে হবে। বারবার কোচ ও ক্রিকেটার পরিবর্তন কোনো সমস্যার সমাধান করবে না।”