বাংলাদেশের বিপক্ষে পিন্ডি টেস্টে প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮।
Published : 21 Aug 2024, 10:30 AM
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪
বাংলাদেশের দারুণ শুরুর পর পাকিস্তানের লড়াই
রাওয়ালপিন্ডি টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ব্যাটে-বলে দারুণ লড়াই উপহার দিল বাংলাদেশ ও পাকিস্তান। নতুন বলে স্বাগতিকদের চেপে ধরেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা। তবে চাপ সামলে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ান সাইম আইয়ুব, সাউদ শাকিলরা।
দিনের শেষ দিকে সাইম ফিরলেও অপরাজিত থেকেই দিনের খেলা শেষ করলেন শাকিল। প্রথম দিনের ৪১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত শাকিল। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৩১ বলে ২৪ রানে। দুজনের জুটির সংগ্রহ ৪৪ রান।
প্রথমে বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। প্রাথমিকভাবে ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত হলেও আলোকস্বল্পতায় তা সম্ভব হয়নি।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২টি করে উইকেট নেন হাসান ও শরিফুল।
চতুর্থ ওভারে আব্দুল্লাহ শাফিককে ফেরান হাসান। গালিতে ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির হাসান। এরপর দুই ওভারের মধ্যে শান মাসুদ ও বাবর আজমকে কট বিহাইন্ড করেন শরিফুল।
বাংলাদেশের রিভিউয়ে বিদায়ঘণ্টা বাজার পর রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন মাসুদ। আর ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন বাবর।
এরপর ওই সেশনের আর আনন্দের উপলক্ষ্য পায়নি বাংলাদেশ। পাল্টা আক্রমণের পথ বেছে নিয়ে দ্রুত রান করেন সাইম ও শাকিল। বিশেষ করে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের বিপক্ষে সাবলীল ব্যাটিং করেন তারা দুজন।
শেষ সেশনে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে হাসানের দ্বিতীয় শিকার হন সাইম। এরপর রিজওয়ানকে নিয়ে দলকে এগিয়ে নেন শাকিল।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪ (শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ১২-৪-৩০-২, হাসান ১৩-৩-৩৩-২, নাহিদ ১-০-৪৮-০, মিরাজ ৪-০-২৪-০, সাকিব ২-০-১২-০)
৩৯তম ওভারে প্রথমবার সাকিব
দিনের খেলা শেষভাগে প্রথমবার বোলিংয়ে আনা হলো সাকিব আল হাসানকে। ৩৯তম ওভার করতে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন সাকিব। পরের বলেও তাকে চার মারেন মোহাম্মদ রিজওয়ান।
সব মিলিয়ে নিজের প্রথম ওভারে ১০ রান দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।
৩৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। রিজওয়ান ২৭ বলে ২২ ও সাউদ শাকিল ৮৩ বলে ৫০ রানে অপরাজিত।
সাউদ শাকিলের ফিফটি
চাপের মুখে ব্যাটিংয়ে নেমে দারুণ ফিফটি করলেন সাউদ শাকিল। ৪ চারে মাইলফলক ছুঁতে তিনি খেললেন ৮২ বল। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার নবম পঞ্চাশছোঁয়া ইনিংস।
৩৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৯ রান। শাকিল ৮৩ বলে ৫০ ও মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ১২ রানে অপরাজিত।
জুটি ভাঙলেন হাসান
শেষ সেশনের পানি বিরতির পর ভাঙল পাকিস্তানের জমে ওঠা জুটি। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করার চেষ্টা স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লেন সাইম আইয়ুব।
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৪ চার ও ১ ছক্কায় ৯৮ বলে ৫৬ রান করেন সাইম। তার বিদায়ে ভাঙে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।
৩১.১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১১৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৬৪ বলে ৪২ রানে অপরাজিত সাউদ শাকিল।
সাউদ শাকিলের রেকর্ড
দারুণ ব্যাটিং করতে থাকা সাউদ শাকিলের ঝুলিতে জমা পড়ল দারুণ এক অর্জন। মাত্র ১১ টেস্টের ২০ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করলেন তিনি। এটিই পাকিস্তানের দ্রুততম ১ হাজার রানের রেকর্ড।
১৯৫৯ সালে সাঈদ আহমেদও ১১ ম্যাচে ২০ ইনিংসে ১ হজার রান করেছিলেন। বিশ্ব রেকর্ড অবশ্য অনেক দূরে। ১৯২৫ সালে মাত্র ১২ ইনিংসে এই মাইলফলক ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ।
২৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। শাকিল ৪৭ বলে ৩৮ ও সাইম আইয়ুব ৯০ বলে ৫৩ রানে অপরাজিত। দুজন জুটির সংগ্রহ ৯১ রান।
সাইম আইয়ুবের ফিফটি
ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম ফিফটি করলেন সাইম আইয়ুব। অন্য প্রানের ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ৭৬ বলে মাইলফলক স্পর্শ করলেন তরুণ বাঁহাতি ওপেনার।
২৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৯৩ রান। সাইম ৭৬ বলে ৫০ ও সাউদ শাকিল ৪২ বলে ৩২ রানে অপরাজিত।
বাংলাদেশের সেশনে সাইম-শাকিলের প্রতিরোধ
টস জিতে ফিল্ডিং করতে নামা বাংলাদেশের দারুণ শুরুর পর পাল্টা আক্রমণে জবাব দিচ্ছেন সাইম আইয়ুব ও সাউদ শাকিল। ম্যাচের প্রথম ঘণ্টায় ৩ উইকেট নেওয়ার পর আর সাফল্য পায়নি বাংলাদেশ।
চা বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেটে ৮১ রান। মাত্র ৭৬ বলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন সাইম ও শাকিল। সাইম ৬৮ বলে ৪২ ও শাকিল ৩২ বলে ২৮ রানে অপরাজিত।
বৃষ্টির কারণে সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে চতুর্থ ওভারে আব্দুল্লাহ শাফিককে ফেরান হাসান মাহমুদ। গালিতে ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির হাসান। এরপর দুই ওভারের মধ্যে শান মাসুদ ও বাবর আজমকে কট বিহাইন্ড করেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের রিভিউয়ে বিদায়ঘণ্টা বাজার পর রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন মাসুদ। আর ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন বাবর।
এরপর আনন্দের উপলক্ষ্য পায়নি বাংলাদেশ। পাল্টা আক্রমণের পথ বেছে নিয়ে দ্রুত রান করেন সাইম ও শাকিল। বিশেষ করে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের বিপক্ষে সাবলীল ব্যাটিং করেন তারা দুজন।
সাইম-শাকিলের জুটির পঞ্চাশ
দ্রুত ৩ উইকেট হারানোর পর খোলসে না ঢুকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন সাইম আইয়ুব ও সাউদ শাকিল। সেই অভিযানে এখন পর্যন্ত দুজনই বেশ সফল। মাত্র ৫৯ বলে তারা পূর্ণ করলেন পঞ্চাশ রানের জুটি।
১৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। সাইম ৫৬ বলে ৩৩ বলে ও শাকিল ২৬ বলে ২৪ রানে খেলছেন।
প্রথমবার আক্রমণে স্পিনার
১৪তম ওভারে মেহেদী হাসান মিরাজ এলেন বোলিংয়ে। প্রথম ওভারে তেমন সুবিধা করতে পারেননি অফ স্পিনার। প্রথম বলে তাকে সুইপ করে বাউন্ডারি মারেন সাউদ শাকিল। এক বল পর ইনসাইড আউট শটে ছক্কা মেরে দলের পঞ্চাশ পূর্ণ করেন সাইম আইয়ুব।
বাবর আজমের উইকেট হারানোর পর তুলনামূলক দ্রুত রান তুলছেন শাকিল ও সাইম। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৩। এরপর ৫ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে তারা করেছে ২৮ রান।
১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫১ রান। সাইম ৪৪ বলে ২৮ ও শাকিল ১৪ বলে ১২ রানে খেলছেন। দুজনের জুটির সংগ্রহ এরই মধ্যে ৩৫ রান।
বাবরকে ফিরিয়ে শরিফুলের 'স্বপ্নপূরণ'
ম্যাচের আগে শরিফুল ইসলাম বলেছিলেন, বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন বাবর আজম। একইসঙ্গে বাবরের উইকেট নেওয়া যে তার স্বপ্ন, সেটিও বলেছিলেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার।
সেই স্বপ্নপূরণে বেশি সময় নিলেন না শরিফুল। বাবর ক্রিজে আসার পর দুই বলেই ফিরিয়ে দিলেন তিনি। রানের খাতাই খুলতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন।
লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি আলতো করে অন সাইডে খেলতে চেয়েছিলেন বাবর। তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। বাম দিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন লিটন কুমার দাস।
শরিফুল ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টা পানি বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৮.৫ ওভারে ৩ উইকেটে ২১ রান।
২৫ বলে ১১ রানে খেলছেন সাইম আইয়ুব। নতুন ব্যাটসম্যান সাউদ শাকিল।
শান মাসুদকে ফেরালেন শরিফুল
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দারুণভাবে কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসাররা। ম্যাচের প্রথম ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তারা ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের দুই ব্যাটসম্যানকে। আব্দুল্লাহ শাফিকের পর আউট হয়েছেন শান মাসুদ।
শরিফুল ইসলামের ব্যাক অব লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেন শান। বল তার ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়লে জোরাল আবেদন করে ফিল্ডাররা। তাতে সাড়া দেননি আম্পায়ার।
শরিফুলের আত্মবিশ্বাসে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন টিভি আম্পায়ার। যা মানতে পারেননি পাকিস্তান অধিনায়ক। তিনি হয়তো বোঝাতে চাচ্ছিলেন, ব্যাটে নয় প্যাডে ছুঁয়ে গেছে বল।
মাঠের মধ্যেই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় তাকে। পরে মাঠ ছাড়ার সময়ও রাগে গজরাতে থাকেন ১১ বলে ৬ রান করা শান। এমনকি ড্রেসিং রুমে ফিরে টিভি রিপ্লে দেখে কোচিং স্টাফের সদস্যদের কিছু একটা বোঝাতে থাকেন তিনি।
দুই ধারাভাষ্যকার উরুজ মুমতাজ, আমির সোহেলও বলতে থাকেন, টিভি আম্পায়ার মাইকেল গফের আরও কয়েকটি ফুটেজ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল।
৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান। নতুন ব্যাটসম্যান বাবর আজম। ২২ বলে ৬ রানে খেলছেন সাইম আইয়ুব।
শুরুতেই হাসানের আঘাত
নতুন বলে শুরুতেই ব্রেক থ্রু দিলেন হাসান মাহমুদ। তবে বড় কৃতিত্ব পাবেন জাকির হাসান। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করেন আব্দুল্লাহ শাফিক। হালকা সুইংয়ের কারণে ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় স্লিপ কর্ডনের দিকে।
দুর্দান্ত ক্ষিপ্রতায় ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন জাকির। বিদায়ঘণ্টা বাজে ১৪ বলে ২ রান করা শাফিকের। ক্রিজে নতুন ব্যাটসম্যান শান মাসুফ। সাইম আইয়ুবকে সঙ্গে দেবেন তিনি।
৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান।
তিন পেসারের একাদশে আড়াই বছর পর সাদমানের ফেরা
মাহমুদুল হাসান জয়ের চোটে কপাল খুলল সাদমান ইসলামের। প্রায় আড়াই বছর পর টেস্ট একাদশে সুযোগ পেলেন বাঁহাতি ওপেনার। সবশেষ ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের হয়ে খেলেন তিনি।
এছাড়া একাদশে ফেরার তালিকায় আছেন মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। সবশেষ ম্যাচের একাদশ থেকে জয় ছাড়াও নেই শাহাদাত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
তিন পেসার হাসান মাহমুদ, শরিফুল ও নাহিদের সঙ্গে রাখা হয়েছে দুই স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
৪ পেসারের একাদশ পাকিস্তানের
ম্যাচের দুই দিন আগেই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান। তাতে কোনো পরিবর্তন আনেনি তারা। ৪ পেসারের সঙ্গে খণ্ডকালীন স্পিনার সালমান আলি আঘাকে নিয়ে সাজান হয়েছে তাদের একাদশ।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শাফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দীর্ঘ অপেক্ষার পর কয়েনভাগ্য নিজের পক্ষে পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় এই সিদ্ধান্ত কথা বলেছেন শান্ত। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।
দ্বিতীয় সেশনও শেষ, টস দুপুর ৩টায়
ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় সেশনেও খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে আপাতত মিলেছে ইতিবাচক খবর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় হবে টস। এর আধঘণ্টা পর শুরু হবে খেলা।
গত কয়েক ঘণ্টা ধরেই বৃষ্টি নেই রাওয়ালপিন্ডির মাঠে। তবে কিছু অংশে পানি জমে থাকার কারণে বারবার পিছিয়েছে খেলার শুরুর সময়।
ভেসে গেল প্রথম সেশন
রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগেই বৃষ্টির উপদ্রব। যথাসময়ে মাঠ প্রস্তুত না হওয়ায় প্রথম সেশন কোনো খেলাই সম্ভব হয়নি। এরই মধ্যে দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি।
বাংলাদেশ সময় দুপুর ১টায় আবার মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। আপাতত বৃষ্টি নেই মাঠে। চলছে মাঠ শুকানোর কাজ।
খেলা শুরুতে আরও দেরি
প্রথম দফার পরিদর্শনে সন্তোষজনক কিছু পাননি আম্পায়াররা। তাই বাংলাদেশ সময় দুপুর ১২টায় আবার মাঠ পরিদর্শন করবেন তারা। এরপর আসতে পারে টসের বিষয়ে কোনো সিদ্ধান্ত।
বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত হওয়ার কথা প্রথম সেশনের খেলা। তাই এরই মধ্যে অর্ধেকের বেশি হারিয়ে গেছে প্রকৃতির বাগড়ায়।
টসে বিলম্ব
বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় পিছিয়ে গেল টস। বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। আপাতত চলছে মাঠ শুকানোর কাজ।
টেস্ট অভিযানে পাকিস্তানের সামনে বাংলাদেশ
প্রায় দেড় মাসের বিরতির পর লাল বলের ক্রিকেট দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে খেলা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে এটিই বাংলাদেশ জাতীয় দলের প্রথম ম্যাচ।
দুই দলের পরিসংখ্যানে বাংলাদেশের জন্য নেই আশার কিছু। এখন পর্যন্ত ১৩ টেস্টে ১২টিই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনা টেস্টে ড্র করা বাংলাদেশের একমাত্র ইতিবাচক ফল।
তবে নতুন সিরিজ শুরুর আগে অতীত নিয়ে না ভেবে বিশেষ কিছু করে রেকর্ড বদলাতে চাওয়ার কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।