এই ধারাভাষ্যকার ও সাবেক কিপার-ব্যাটসম্যানের ধারণা, বছর শেষে অস্ট্রেলিয়া সফরকে ভাবনায় রেখে বাংলাদেশের বিপক্ষে পেস-সহায়ক উইকেটে খেলবে ভারত।
Published : 13 Sep 2024, 01:49 PM
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশে সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত তৃতীয় স্পিনার নিয়ে। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভকে খেলানো হবে নাকি সুযোগ পাবেন স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল? দিনেশ কার্তিকের ধারণা, দুজনের একজনও নন! এই ধারাভাষ্যকার ও সাবেক কিপার-ব্যাটসম্যানের মনে করছেন, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজাবে ভারত।
কার্তিকের এই ধারণার পেছনে মূল কারণ তার আরেকটি ধারণা। এই সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ের উইকেট ঐতিহ্যগতভাবে স্পিনারদের পক্ষেই কথা বলে। এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ৮ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন কিংবদন্তি স্পিনার আনিল কুম্বলে, হারভাজান সিংয়ের শিকার ৭ টেস্টে ৪২টি। এখনকার দলের রাভিচান্দ্রান অশ্বিন ৪ টেস্টে নিয়ছেন ৩০ উইকেট, রবীন্দ্র জাদেজা ২ টেস্টে ১৫টি।
এই মাঠে সর্বোচ্চ ১৬ উইকেট শিকারির ১৪ জনই স্পিনার।
তবে এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজে উইকেট কিছুটা হলেও পেসবান্ধব হতে পারে বলে মনে করেন কার্তিক। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এ প্রশ্নোত্তর পর্বে তার কাছে একজনের প্রশ্ন ছিল তৃতীয় স্পিনার নিয়ে। সেখানেই কার্তিক জানালেন তার ভাবনা।
“প্রথমত, আমার মনে হচ্ছে, ভারত কিছুটা পেস-সহায়ক উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর ভালো পথ এটি, পাশাপাশি বছর শেষের অস্ট্রেলিয়া সফরের জন্যও ভালো প্রস্তুতি হবে। এই সফরটি তাদের মনের কোণে থাকবে, কোনো সংশয় নেই। আমার মনে হয় দুই স্পিনার নিয়ে খেলবে তারা, রাভিচান্দ্রান অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, সঙ্গে থাকবে তিন ফাস্ট বোলার।”
আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের সিরিজ। এর আগেই অবশ্য বাংলাদেশ সিরিজ শেষে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ভারতীয় স্কোয়াডে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে পেসার আছেন আর দুজন। এক টেস্ট খেলা আকাশ দিপ ধরে রেখেছেন জায়গা, প্রথমবার সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার ইয়াশ দায়াল।
শেষ পর্যন্ত উইকেট বা একাদশ কেমন হবে, সেটি তো সময়ই বলবে। তবে সিরিজের সম্ভাব্য ফলাফল এখনই দেখতে পাচ্ছেন কার্তিক। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে বৃষ্টির সৌজন্যে দুটি টেস্ট ড্র করা ছাড়া আর প্রাপ্তি নেই বাংলাদেশের। ভারতের মাঠে তো ফল আরও বাজে। তবে এবার পাকিস্তানের সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে ভারতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। প্রত্যাশাও তাই আগের চেয়ে বেশি।
তার পরও বাংলাদেশকে হারাতে ভারতের খুব একটা বেগে পেতে হবে বলে মনে করেন না কার্তিক।
“আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না (ভারতকে কঠিন সময় দিতে পারবে বাংলাদেশ)। আমার মনে হয়, ভারতে এসে ভারতকে হারানো ভীষণ কঠিন কাজ। বাংলাদেশ যদিও পাকিস্তানে ভালো খেলেছে। তবে আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের খুব একটা সমস্যা হবে।”
সিরিজটি খেলতে রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর থেকে।