নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ
এখনও কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আপাতত পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন এই পেসার।
Published : 22 Mar 2025, 04:53 PM
চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির দলে ম্যাট হেনরিকে যোগ করেছিল নিউ জিল্যান্ড। কিন্তু মাঠে নামার আগেই ফের দলের বাইরে চলে যেতে হলো কিউই পেসারকে।
নিউ জিল্যান্ড ক্রিকেট শনিবার জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন হেনরি। তাই শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান হেনরি। যার ফলে ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি তিনি। শিরোপার লড়াইয়ে তার অনুপস্থিতি ভুগিয়েছে কিউইদের। তাদের হৃদয়ভেঙে ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় রোহিত শার্মার দল।
পাকিস্তান সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে হেনরিকে রাখেনি নিউ জিল্যান্ড। শেষ দুই ম্যাচের দলে রাখলেও এখন ছিটকে পড়েছেন তিনি।
হেনরির জায়গায় প্রথম তিন টি-টোয়েন্টির দলে থাকা জ্যাকারি ফোকসকে ধরে রেখেছে নিউ জিল্যান্ড। প্রথম দুই ম্যাচ খেলেছেন এই পেসার।
দলে আরেকটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। শেষ দুই ম্যাচের দল থেকে তারা বাদ দিয়েছে কাইল জেমিসনকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন এই পেসার। কিন্তু শুক্রবার হেরে যাওয়া ম্যাচে খরুচে ছিলেন তিনি। ৫৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
জেমিসনের বদলে উইল ও’রোককে দলে যোগ করেছে নিউ জিল্যান্ড। সিরিজে এখনও কোনো ম্যাচ না খেলা এই পেসার মূলত ছিলেন প্রথম তিন টি-টোয়েন্টির দলে।
পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। চতুর্থ ও পঞ্চম ম্যাচটি হবে আগামী রোববার ও বুধবার।
পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির নিউ জিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে, টিম রবিনসন, টিম সাইফার্ট, মার্ক চ্যাপম্যান, জ্যাকারি ফোকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও’রোক, বেন সিয়ার্স, ইশ সোধি।