Published : 28 Aug 2024, 04:45 PM
জাতীয় দলে ফেরার লড়াইয়ের ইতি টানলেন দাভিদ মালান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ব্যাটসম্যান।
বুধবার অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটে অবশ্য দেখা যাবে মালানকে।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে ছিটকে যান মালান। গত ৯ মাসে আর কোনো সংস্করণে ইংল্যান্ডের হয়ে ডাক পাননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের সাদা বলের সিরিজ থেকেও বাদ পড়ায়, আর অপেক্ষা না করে ইংল্যান্ড অধ্যায়ের সমাপ্তি টানলেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান।
২০১৭ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২ টেস্ট, ৩০ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন মালান। তিন সংস্করণেই সেঞ্চুরি করা ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানের একজন তিনি; অন্যজন জস বাটলার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন মালান। পরে বিশ ওভারের ক্রিকেটেই ক্যারিয়ার সমৃদ্ধ করেন তিনি। তার প্রথম বড় ইনিংসটি আসে ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজে। পার্থে ২২৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন তিনি।
সব মিলিয়ে ২২ টেস্টের ৩৯ ইনিংসে ১ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে তার সংগ্রহ এক হাজার ৭৪ রান। ওয়ানডে ক্রিকেটে ৩০ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৫৫.৭৬ গড়ে তিনি করেন এক হাজার ৪৫০ রান।
পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরা সময় কাটান ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত; এই সময়ে ১৫ ইনিংসে ৫টি ওয়ানডে সেঞ্চুরি করেন মালান। দারুণ ছন্দে থাকায় জেসন রয়ের পরিবর্তে সুযোগ পান ২০২৩ বিশ্বকাপের দলে। টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষেও তিনি করেন সেঞ্চুরি। কিন্তু সার্বিকভাবে ইংল্যান্ডের বাজে বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। পরে আর সুযোগ পাননি।
২০২০ সালের সেপ্টেম্বরে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের এক নম্বরে ওঠেন মালান। পরের বছর মার্চে মাত্র ২৪ ইনিংসে তিনি পূর্ণ করেন হাজার রান। যা এখনও এই সংস্করণে দ্রুততম এক হাজার রানের রেকর্ড।
২০২২ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন তিনি। সব মিলিয়ে বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে মালানের সংগ্রহ এক হাজার ৮৯২ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বড় চাহিদা হতে পারেন তিনি। সবশেষ দা হান্ড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলসের হয়ে শিরোপা জেতেন মালান। এসএ টি-টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্নের শিরোপা জয়েও রাখেন বড় ভূমিকা। বিপিএল, পিএসএলেও খেলেছেন তিনি।