নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ
দেশের ক্রিকেটের নানা দিক নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
Published : 20 Mar 2025, 04:57 PM
নিউ জিল্যান্ড সফরে পরপর দুটি টি-টোয়েন্টিতে পাত্তাই না পাওয়া পাকিস্তানের পারফরম্যান্সে ভীষণ হতাশ শাহিদ আফ্রিদি। এমন ব্যর্থতার পেছনে দল নির্বাচনকে দায় দিচ্ছেন তিনি। দেশটির সাবেক অধিনায়কের মতে, কন্ডিশন বিবেচনায় দল গড়তে পারেনি পাকিস্তান।
অভিজ্ঞ বাবর আজম ও নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে সফরে গিয়ে এখন পর্যন্ত আশানুরূপ কিছুই করতে পারেনি পাকিস্তান।
ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে তাদেরকে স্রেফ ৯১ রানে গুটিয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও লড়াই করতে পারেনি পাকিস্তান। ১৫ ওভারের ম্যাচে তাদের দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে ১১ বল আগে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।
একটি অনুষ্ঠানে কথা বলার সময় পাকিস্তান দলের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন আফ্রিদি। প্রশ্ন তোলেন চলতি সিরিজের দল নির্বাচন নিয়েও।
“কেবল ১০-১১ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন প্রথম শ্রেণির ক্রিকেটারদের তারা পাঠিয়েছে। যেখানে স্পিনারদের প্রয়োজন ছিল, তারা পেসার বেছে নিয়েছে।”
পাকিস্তান জাতীয় দলের ব্যাটসম্যানদের এখন অফ-স্পিন খেলা শেখাচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। যা দৃষ্টিকটু লাগছে আফ্রিদির কাছে। তার ভাষায়, “পাকিস্তান দলের এই পর্যায়ে এটা শেখানো উচিত নয়।”
বাবর, রিজওয়ানদের দলের বাইরে রাখাকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডারের মতে, চাপ কমানোর জন্য হলেও বিরতি প্রয়োজন যেকোনো ক্রিকেটারের।
“ক্রিকেটারদের বিরতি দেওয়া প্রয়োজন, হোক সে বাবর আজম কিংবা অন্য কেউ।”
পেসার মোহাম্মদ হাসনাইন ও কিপার ব্যাটসম্যান উসমান খানকে না খেলানো নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। পাকিস্তান দলের ব্যাটিংয়ের ধরন নিয়েও সমালোচনা করেছেন তিনি।
“সবাই আফ্রিদির মতো খেলার চেষ্টা করছে। কেউ প্রতি ম্যাচে ২০০ রান করতে পারে না।”