আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারকে রাখা হয়নি দলে।
Published : 24 Jan 2025, 04:34 PM
সাদা পোশাকে বছর জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ইয়াসাসভি জয়সওয়াল। আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন ভারতের তরুণ ওপেনার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকার নেই কেউ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার শুক্রবার প্রকাশিত ২০২৪ সালের সেরা টেস্ট দলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ইংল্যান্ডের। ৩ জন রাখা হয়েছে ভারতের, দুইজন নিউ জিল্যান্ডের। একজন করে আছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটার।
দলের ওপেনার জয়সওয়ালের গত বছরটা দুর্দান্ত কেটেছে। ১৫ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে ৫৪.৭৪ গড়ে রান করেছেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৪৭৮। তার তিন সেঞ্চুরির দুটি আবার ডাবল।
আরেক ওপেনার ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটসম্যান বেন ডাকেট। ১৭ টেস্ট খেলে ৩৭.০৬ গড়ে বছরের তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ১৪৯ রান করেছেন তিনি। ২ সেঞ্চুরি সঙ্গে তার ব্যাট থেকে এসেছে ৬টি ফিফটি।
টপ অর্ডারের আরেকজন নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। ২০২৪ সালে চোটের সঙ্গে অনেকটা সময় লড়াই করতে হয়েছে তাকে। এর মাঝেই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।
গত বছর ৯ টেস্ট খেলে ৫৯.৫৮ গড়ে উইলিয়ামসনের রান ১ হাজার ১৩। এই সময়ে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি এসেছে তার ব্যাট থেকে।
অনুমিতভাবেই আছেন বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট। ইংলিশ তারকা গত বছর ১৭ টেস্ট খেলে ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন। সর্বোচ্চ ৬ সেঞ্চুরি পাশাপাশি ফিফটি করেছেন ৫টি।
ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। অ্যালেস্টার কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সফতলতম ব্যাটসম্যানও হয়ে যান এই বছরে।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়েও আছেন রুট। সেই তালিকায় থাকা হ্যারি ব্রুক আছেন বর্ষসেরা টেস্ট দলেও। গত বছর ১২ টেস্টে ৫৫ গড়ে ১ হাজার ১০০ রান করেছেন ব্রুক। সেঞ্চুরি করেন ৪টি। যার একটি ট্রিপল, মুলতানে পাকিস্তানের বিপক্ষে ৩১৭। ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পান তিনি।
লাল বলের ক্রিকেটে গত বছর রাঙিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ৯ টেস্ট খেলে ১ হাজার ৪৯ রান করেছেন তিনি ৭৪.৯২ গড়ে। লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান ৪ সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ৩টি।
উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ইংল্যান্ডের জেমি স্মিথকে। গত জুলাইয়ে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটার ৯ টেস্টে ৬৩৭ রান করেছেন। সেঞ্চুরি একটি, ফিফটি ৪টি, ব্যাটিং গড় ৪২.৪৬।
ভারতের স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজাও আছেন বর্ষসেরা একাদশে। ১২ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে তার রান ৯৮৪, ব্যাটিং গড় ৪২.৭৮। বাঁহাতি স্পিনে নিয়েছেন ৪৮ উইকেট।
একাদশে তিন বিশেষজ্ঞ পেসার অস্ট্রেলিয়া প্যাট কামিন্স, নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জাসপ্রিত বুমরাহ। ৯ টেস্টে ৩৭ উইকেট নেওয়া কামিন্স দলের অধিনায়ক। এনিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা দলের অধিনায়ক করা হল তাকে। সমান টেস্ট খেলে হেনরির শিকার ৪৮টি।
বছরটা চমৎকার কেটেছে বুমরাহর। ভারতের তারকা পেসার সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছেন ১৩ টেস্ট খেলে। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫ এর নিচে গড়ে এক পঞ্জিকাবর্ষে অন্তত ৭০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ৩১ বছর বয়সী এই পেসার। বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়েও আছেন তিনি।
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: ইয়াসাসভি জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (ইংল্যান্ড) (উইকেটরক্ষক), রাভিন্দ্রা জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) (অধিনায়ক), ম্যাট হেনরি (নিউ জিল্যান্ড), জাসপ্রিত বুমরাহ (ভারত)।