রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স
Published : 12 Mar 2024, 05:08 PM
প্রথমে কিপটে বোলিংয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানদের আটকে রাখলেন মইন খান। পরে রান তাড়ায় গুরুত্বপূর্ণ সময়ে তিনি খেললেন মূল্যবান ইনিংস। মইনের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে লিগ শুরু করল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ২৫৯ রানের লক্ষ্য ৭ বল আগেই ছুঁয়ে ফেলেছে মেহেদী মারুফের নেতৃত্বাধীন দলটি।
দলকে জেতানোর পথে ১০ ওভারে স্রেফ ৩৩ রান খরচায় ২ উইকেট নেওয়ার পর সাত নম্বরে নেমে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেছেন মইন। অনুমেয়ভাবেই স্পিন অলরাউন্ডারের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
রান তাড়ায় শুরুতেই ঝড় তোলেন হাবিবুর রহমান। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৩৩ রান করে ফেরেন তিনি। কিছুক্ষণ পর আরেক ওপেনার পিনাক ঘোষ ধরেন ড্রেসিং রুমের পথ।
তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়তে ৭৭ বলে খেলেন আনিসুল ইসলাম ও মারুফ। দলকে একশ পার করিয়ে পরপর দুই ওভারে ফেরেন দুজন। ৪৯ বলে ২৯ রান করেন আনিসুল। মারুফ ৪৭ বলে করেন ২৪ রান।
এরপর দলের হাল ধরেন আল আমিন জুনিয়র। চমৎকার ব্যাটিংয়ে ৫৭ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। ৪৫তম ওভারে আউট হন ৬৬ বলে ৫৯ রান করা আল আমিন। এক ওভার পর আব্দুল গাফফারও বিদায় নিলে কিছুটা শঙ্কায় পড়ে যায় গাজী গ্রুপ।
অষ্টম উইকেট শেখ পারভেজ জীবনকে নিয়ে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজ সারেন মইন। ৪৯তম ওভারে আব্দুল্লাহ আল মামুনকে পরপর দুই চারে ম্যাচ শেষ করেন তিনি। ৩২ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন মইন। ১২ বলে ১৮ রানের ক্যামিও ইনিংস খেলেন পারভেজ।
ম্যাচের প্রথমভাগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ টাইগার্সের পক্ষে অন্তত ১৫ রান করেন প্রথম আট ব্যাটসম্যানের সবাই। তবে মামুন ছাড়া আর কেউই পঞ্চাশ ছুঁতে পারেননি। ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রান করতে ৯৫ বল খেলেন মামুন।
আরেক ওপেনার মাহফিজুল ইসলাম ৬৭ বলে করেন ২৯ রান। ফিরতি ক্যাচে তাকে আউট করে ১৩৯ বলে ৮৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মইন।
পরে শামসুর রহমান, আসাদুল্লাহ আল গালিব, সালমান হোসেন ইমনরা ছোট ছোট ইনিংসে দলকে দুইশ পার করান। শেষ দিকে আরাফাত সানি জুনিয়রের ১৩ বলে ২৪ রানের ক্যামিওতে আড়াইশ ছাড়ায় তারা। তাতেও কোনো লাভ হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৫৮/৭ (মামুন ৬১, মাহফিজুল ২৯, ফরহাদ ১৫, শামসুর ৩৬, গালিব ৩৪, সালমান ২৪, সোহাগ ১৮, আরাফাত ২৪*, অনিক ৫*; সাকলাইন ৬-০-৩৯-০, রুয়েল ১০-১-৪১-১, পারভেজ ৮-১-৩৬-০, আনিসুল ৭.৪-০-৫৯-২, হুসনা হাবিব ৫.২-০-৩১-১, মইন ১০-০-৩৩-২, আল আমিন ৩-০-১৭-১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৮.৫ ওভারে ২৬০/৭ (হাবিবুর ৩৩, পিনাক ১৬, মেহেদি ২৪, আনিসুল ২৯, আল আমিন ৫৯, প্রিতম ১৩, মইন ৪৩*, সাকলাইন ৭, পারভেজ ১৮*; বর্ষণ ১০-০-৬৮-১, অনিক ৯-০-৪৬-০, সোহাগ ৯-০-৩৫-১, নাবিল ১০-০-৪৬-৩, আরাফাত ৭-০-২৮-০, মামুন ৩.৫-০-২৯-১)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মইন খান