টেস্ট ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্ট, রিশাভ পান্তের মতো ভূমিকা রাখার জন্য সূর্যকুমারকে প্রয়োজন, বলছেন সাবেক ভারতীয় স্পিনার।
Published : 26 Apr 2023, 12:14 PM
রঙিন পোশাকে উজ্জ্বল তারকা সূর্যকুমার যাদবকে সাদা পোশাকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দেওয়ায় সমালোচনা করেছিলেন অনেক। এখন তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়াকে আবার ভালো চোখে দেখছেন না হরভজন সিং। টেস্ট ক্রিকেটেও যেভাবে প্রতিপক্ষের বোলিং গুঁড়িয়ে দিতেন অ্যাডাম গিলক্রিস্ট, এই জমানায় যেভাবে আগ্রাসী ব্যাটিং করেন রিশাভ পান্ত, সেই ভূমিকার জন্য সূর্যকুমার যাদবের মতো একজনকে প্রয়োজন বলে মনে করেন হরভজন।
গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন সূর্যকুমার। ওই ম্যাচের আগে তিন বছরের মধ্যে স্রেফ দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। তার পরও তাকে টেস্ট ক্যাপ উপহার দেওয়া হয় মূলত সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে। তবে অভিষেকে একমাত্র ইনিংসে ৮ রানে আউট হওয়ার পর তিনি আর সুযোগ পাননি।
এবার তাকে রাখা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের স্কোয়াডেও। এই দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেক। যদিও তাকে ফেরানো হয়েছে মূলত চোট পাওয়া শ্রেয়াস আইয়ারের জায়গায়।
রাহানের সুযোগ পাওয়ায় অবশ্য আপত্তির কিছু দেখছেন না হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় বরং এই সিদ্ধান্তকে যৌক্তিকই বললেন টেস্টে ৪১৭ উইকেট শিকারি স্পিনার।
“সে (রাহানে) বেশ কিছু ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছে এবং দুর্দান্ত একজন ব্যাটনম্যান। তার টেকনিক দারুণ। তার বর্তমান ফর্মকে বিবেচনায় নেওয়া হয়েছে এবং শ্রেয়াস আইয়ারের চোটের কারণে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
“তার (রাহানে) জন্য এটি বড় এক ম্যাচ, সে বড় ম্যাচের খেলোয়াড়ও বটে। আশা করি, সে ভালো পারফরম্যান্স দেখিয়ে তাকে ফেরানোর সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করবে। তাকে ফেরানোর সিদ্ধান্ত আমি শতভাগ সমর্থন করি এবং এটি দারুণ সিদ্ধান্ত। সত্যি বলতে, শ্রেয়াসের অনুপস্থিতিতে এই চেয়ে বিকল্প আর ছিল না।”
রাহানেকে নেওয়ার পরও সূর্যকুমারকে কার বদলে দলে নেওয়া যেত, সেটিও দেখিয়ে দিলেন হরভজন। তার মতে, ইংল্যান্ডের কন্ডিশনে তৃতীয় স্পিনার নেওয়া জরুরি ছিল না।
“একজনের অভাব এই স্কোয়াডে বোধ হচ্ছে, সে হলো সূর্যকুমার যাদব। তাকে দলে রাখা উচিত ছিল। তিন স্পিনার নেওয়ার বদলে বাড়তি একজন ব্যাটসম্যান দলে নেওয়া যেত। কারণ এমন একজন ব্যাটসম্যান মিডল অর্ডারে প্রয়োজন, যে প্রতিপক্ষকে ধ্বংস করে করে দিতে পারে এবং সূর্যকুমার তেমনই একজন।”
“টেস্টে তাকে সুযোগ দেওয়া হয়েছিল সে দুর্দান্ত ফর্মে ছিল বলেই। হ্যাঁ, ৪-৫ ম্যাচে (আইপিএলে) সে বাজে সময়ের মধ্য দিয়ে গেছে বটে, তবে আইপিএলের ফর্ম দেখেই যদি নেওয়া হয়, তাহলেও সূর্যকে নেওয়া উচিত ছিল, কারণ এখানেও সে ছন্দ ফিরে পেয়েছে।”
একসময় ছয়-সাত নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করে টেস্ট ক্রিকেটে বিপ্লব বয়ে এনেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ভারতের হয়ে গত কয়েক বছরে মিডল অর্ডারে নেমে একই কাজ করে চলেছেন রিশাভ পান্ত। এই কিপার-ব্যাটসম্যান এখন লম্বা সময়ের জন্য ক্রিকেটের বাইরে চলে গেছেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে। হরভজনের মতে, সূর্যকুমার পূরণ করতে পারতেন সেই শূন্যতা।
“অস্ট্রেলিয়ার হয়ে যখন গিলক্রিস্ট ব্যাটিংয়ে নামতেন, ৬-৭ নম্বরে নেমে বোলারদের ধ্বংস করে দিতেন। ব্যাটিং অর্ডারে এমন একজনকে দরকার, রিশাভ পান্তের মতো বেসবল ক্রিকেট খেলে যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে। এখানেই সূর্যকুমারের অভাব অনুভব করবে ভারত।”
ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আগামী ৭ জুন।