ফাইনালের লড়াইয়ে থাকার ম্যাচে মিরাজের ব্যাটে ঝড়

মেহেদী হাসান মিরাজের ফিফটিতে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ১৭০ রানের লক্ষ্য দিল ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2023, 09:31 AM
Updated : 12 Feb 2023, 09:31 AM

সুযোগটা আগেও পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। লিগ পর্বে তিন ম্যাচে ওপেনিংয়ে নামায় দল। তবে ভালো শুরু পেলেও তিনি বড় করতে পারেননি নিজের ইনিংস। ওপেনিংয়ে জায়গাটাও তাই ধরে রাখতে পারেননি। শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও পেলেন ইনিংস সূচনার দায়িত্ব। এবার ঝড়ো ব্যাটিংয়ে এই অলরাউন্ডার করলেন আসরে নিজের প্রথম ফিফটি। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেন মিরাজ। ৯ চার ও ১ ছয়ে সাজানো ইনিংসে ১৭০ রানের সংগ্রহ পায় ফরচুন বরিশাল। 

শিরোপা জেতার আশা বাঁচিয়ে রাখতে নতুন নতুন বিদেশি উড়িয়ে এনে দুই দলই বাড়ায় নিজেদের শক্তি। তবে বিদেশিদের ছাপিয়ে প্রথম ইনিংসের সব আলো কেড়ে নেন মিরাজ; করেন বিপিএলে নিজের চতুর্থ ফিফটি।  

২০২১ সালের জুনের পর টি-টোয়েন্টি সংস্করণে এটি মিরাজের প্রথম ফিফটি। বিপিএলে পঞ্চাশের দেখা পেলেন প্রায় তিন বছর পর। সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে খুলনা টাইগার্সের হয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলেছিলেন ৭৪ রানের অপরাজিত ইনিংস।  

আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ইনিংস সূচনা করতে নেমে দ্বিতীয় বলে রানের খাতা খোলেন মিরাজ। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমানকে সুইপ করে মারেন প্রথম চার। পরের ওভারে রকিবুল হাসানকে ওড়ান ছক্কায়। 

শুরুতেই ছন্দ পেয়ে যাওয়া মিরাজ আর থামেননি। পাওয়ার প্লেতে বরিশালের করা ৪৬ রানের মধ্যে তার একারই ছিল ৩৪।  

হাসান মাহমুদের করা চতুর্থ ওভারের শেষ তিন বলে মারেন চার। ওই ওভারে রংপুরের ফিল্ডিং পরিকল্পনা নিয়ে স্রেফ ছেলেখেলা করেন মিরাজ। পঞ্চম বলটি স্কয়ার লেগে পুল করে বাউন্ডারি মারার পর ফাইন লেগের ফিল্ডার ওই জায়গায় নেন হাসান। শেষ বলে খালি হয়ে যাওয়া ফাইন লেগ দিয়েই বাউন্ডারি মারেন মিরাজ।  

পাওয়ার প্লের শেষ ওভারে ফ্লেচার আউট হওয়ার পর মাহমুদউল্লাহকে নিয়ে ৪৬ বলে ৬৯ রান যোগ করেন মিরাজ। এই জুটিতে দুজনই রান করেন সমান তালে। মিরাজের মতোই ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ কাজে লাগান মাহমুদউল্লাহ। 

শেখ মেহেদি হাসানের করা ১২তম ওভারের প্রথম বলে স্লগ সুইপে বাউন্ডারি মেরে পঞ্চাশ পূরণ করেন মিরাজ। বল সীমানা ছাড়া হতেই ড্রেসিং রুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। বাইরে বেরিয়ে এসে মিরাজকে অভিবাদন জানান অধিনায়ক সাকিব আল হাসান।  

পঞ্চাশের পর টি-টোয়েন্টি ক্রিকেটের সফলতম বোলার ডোয়াইন ব্রাভোকে পরপর দুই চার মারেন মিরাজ। ক্যারিবিয়ান তারকার স্লোয়ার ডেলিভারিতে দারুণভাবে জায়গা বের করে বাউন্ডারিতে পাঠান তিনি।  

১৫ ওভার শেষে ৬৯ রানে অপরাজিত থাকা মিরাজের সামনে ছিল ইনিংস আরও বড় করার হাতছানি। কিন্তু বড় শটের চেষ্টায় বিদায় নেন তিনি দাসুন শানাকার বলে। 

শ্রীলঙ্কান অলরাউন্ডারের লেংথ ডেলিভারিতে ক্রস ব্যাটে খেলার চেষ্টা করেন মিরাজ। ওপরের কানায় লেগে বল হাওয়ায় ভেসে চলে যায় শর্ট থার্ড ম্যানের দিকে। নিরাপদে ক্যাচ নিয়ে মিরাজের ইনিংসের সমাপ্তি ঘটান হাসান মাহমুদ।