Published : 29 Mar 2025, 07:34 PM
সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলোয় দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। সবশেষ তিনটি সাদা বলের টুর্নামেন্টেই তারা খেলেছে ফাইনালে, দুটিতে অপরাজিত চ্যাম্পিয়ন। অধিনায়ক রোহিত শার্মা বললেন, তাদের এই সাফল্যের ভিত রচিত হয় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে হারের পর।
রোহিতের নেতৃত্বে এই তিনটি টুর্নামেন্টে নিজেদের ফল হওয়া ২৪ ম্যাচের ২৩টিই জিতেছে ভারত। একমাত্র পরাজয়টি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই হার ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে শিরোপার স্বাদ পেয়েছে তারা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল ভারত। এরপর থেকে এই সংস্করণে খেলার ধরনে পরিবর্তন আনে তারা। হয়ে ওঠে আরও বেশি আক্রমণাত্মক। সেই পরিবর্তনের ফল এখন সবার চোখের সামনে।
বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকা রোহিত শনিবার তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তুলে ধরলেন সেই প্রেক্ষাপট।
“বাস্তবিক অর্থেই এর শুরুটা হয়েছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলার সময়। যদিও আমরা ফাইনাল জিততে পারিনি বা ফাইনালে উঠতে পারিনি, আমরা সেমি-ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু এরপর আমরা খেলোয়াড়দের অনেক কিছু স্পষ্ট করে দিই যে, আমরা তাদের কাছ থেকে কী আশা করি এবং আমরা তাদের কেমন ক্রিকেট খেলতে দেখতে চাই।”
“অনেক কিছু পরিষ্কার হয়েছিল। দলের খেলোয়াড়দের সঙ্গে অনেক আলোচনা হয়েছিল। পারফর্ম করতে হলে খেলোয়াড়দের স্বাধীনতা দিতে হয়, যাতে তারা নির্ভয়ে খেলতে পারে। কিছু কঠিন সময় কেটেছে, কিছু সিরিজ আমরা হেরেছি, কিন্তু আমরা কখনও আতঙ্কিত হইনি, আমাদের পরিকল্পনা থেকে সরে যাইনি।”
এই তিনটি আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি সম্মান প্রাপ্য বলে মনে করেন রোহিত।
“দেখুন, এই তিনটি বড় টুর্নামেন্টে এই দল কী অর্জন করেছে। এভাবে খেলার পর মাত্র একবার হেরে যাওয়া, সেটাও ফাইনালে। ভাবুন, যদি আমরা ওই ফাইনালটাও জিততাম, তিনটি আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থাকা অবিশ্বাস্য হতো। তবু ২৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জয় অবিশ্বাস্য। বাইরে থেকে দেখতে দারুণ লাগলেও, দলের জন্য সহজ ছিল না যাত্রাটা। অনেক উত্থান-পতন ছিল।”
“আমাদেরও কিছু কঠিন সময় ছিল, কিন্তু এমন সাফল্য আসলে উদযাপন করতে হবে। যদি এই ধরনের কাজ করেন, তাহলে উদযাপন করতে হবে। আমার মনে হয় যারা এই তিনটি টুর্নামেন্ট খেলেছে, তাদের সকলেরই সম্মান প্রাপ্য।”