আইসিসি প্লেয়ার অব দা মান্থ
গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদ, অস্ট্রেলিয়া অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ভল।
Published : 08 Apr 2025, 06:27 PM
মাসজুড়ে বল হাতে আলো ছড়ানো জ্যাকব ডাফিকে হাতছানি দিচ্ছে দারুণ এক স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর পুরুষ ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের এই পেসার। মার্চ মাসের সেরা লড়াইয়ে তার সঙ্গী সতীর্থ রাচিন রাভিন্দ্রা ও ভারতের শ্রেয়াস আইয়ার।
গত মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার লড়াইয়ে আছেন যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদ, অস্ট্রেলিয়া অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ভল।
জ্যাকব ডাফি
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ডাফি। নিউ জিল্যান্ডের ৪-১ ব্যবধানে জয়ের পথে তার ছিল বড় অবদান। সিরিজে ১৩ উইকেট নেন তিনি ৮.৩৮ গড় ও ওভারপ্রতি ৬.১৭ রান দিয়ে।
ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪ রানে ৪ উইকেট নেন ডাফি। মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ম্যাচে ৪ শিকার ধরেন তিনি ২০ রান খরচায়। সিরিজ জুড়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের ভুগিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
গত মাসে একটি ওয়ানডেও খেলেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে দুই উইকেট নেন তিনি।
শ্রেয়াস আইয়ার
গত মাসে ভারতের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শ্রেয়াস। মার্চে তিন ওয়ানডে খেলে রান করেন ১৭২, গড় ৫৭.৩৩ ও স্ট্রাইক রেট ৭৭.৪৭। টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
অপরাজিত থেকে শিরোপা জেতা ভারতের হয়ে গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭৯ রান করেন শ্রেয়াস। মিডল-অর্ডার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে করেন ৪৫ রান। আর কিউইদের বিপক্ষে ফাইনালে তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৮ রান।
রাচিন রাভিন্দ্রা
চ্যাম্পিয়ন্স লিগে নিউ জিল্যান্ডের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল রাভিন্দ্রা। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। কেন উইলিয়ামসনের সঙ্গে গড়েন ১৬৪ রানের জুটি। তাতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে কিউইরা।
মার্চে তিনটি ওয়ানডে খেলেন রাভিন্দ্রা। ৫০.৩৩ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ১৫১ রান করেন তিনি। বল হাতেও রাখেন ভূমিকা। ওই তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৬৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
চেতনা প্রাসাদ
গত মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে আলো ছড়ান ১৯ বছর বয়সী চেতনা। তিন ম্যাচ যুক্তরাষ্ট্রের এই বোলার ধরেন ৯ শিকার, গড় ২.২২!
ব্রাজিলের বিপক্ষে ৮ রানে ৪ উইকেট নেন তিনি। পরে আর্জেন্টিনা ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি আগের মতো। ৭ রান খরচার নিতে পারেন একটি উইকেট। কানাডার বিপক্ষে স্বরূপে ফিরে ৫ রানে ৪ উইকেট তুলে নেন এই স্পিনার।
অ্যানাবেল সাদারল্যান্ড
২০২৪ ডিসেম্বরের সেরা নির্বাচিত হওয়া সাদারল্যান্ড ফের জায়গা পেলেন মাস সেরার লড়াইয়ে। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট নেন তিনি কেবল ৮ গড়ে।
প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন সাদারল্যান্ড। পেস বোলিংয়ে পরের দুই ম্যাচে ধরেন চারটি করে শিকার। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তিন ম্যাচের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৩৪ রান।
জর্জিয়া ভল
গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা ভল এরই মধ্যে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। গত মাসে তিনটি টি-টোয়েন্টি খেলে আলো ছড়ান ২১ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটার।
অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ঠিক ৫০ রানের ইনিংস খেলেন ভল। পরে মাউন্ট মঙ্গানুইয়ে করেন ৩৬ রান। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৭৫ রান।