Published : 27 Nov 2024, 10:40 AM
পারফরম্যান্স আর পরিসংখ্যানে জাসপ্রিত বুমরাহ আছেন সর্বকালের সেরাদের মধ্যে। কিন্তু ভারতীয় ক্রিকেটে ও ক্রিকেট বিশ্বে প্রাপ্য গুরুত্ব কি তিনি পান? প্রসঙ্গটি তুলেছেন নাসের হুসেইন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ধারাভাষ্যকারের মতে, ব্যাটিংয়ের তারকাদের নিয়েই সবসময় হইচই বেশি হয়, বোলাররা বরাবরই রয়ে যান আড়ালে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ভারতের জয়ের পর থেকে অবশ্য বুমরাহকে নিয়ে স্তুতির জোয়ার বইছে ক্রিকেট বিশ্বজুড়েই। এই ফাস্ট বোলারের নেতৃত্বেই দারুণ এক জয় পেয়েছে দল। বিধ্বংসী বোলিং করে ম্যান অব দা ম্যাচ হয়েছেন অধিনায়কই।
তবে হুসেইন স্কাই স্পোর্টসে বললেন, ম্যাচের আগেই তার মনে হচ্ছিল যে, বুমরাহকে নিয়ে তোলপাড় কম।
“সবকিছুই আছে তার, দুর্দান্ত স্লোয়ার বল, ইয়র্কার, বাউন্সার… ম্যাচের আগে ভাবছিলাম, সে যখন সংবাদ সম্মেলন করছিল, আমি দেখছিলাম ও ভাবছিলাম… এই যে কোহলির দিকে এত মনোযোগ সবার, রোহিত শার্মার না থাকা নিয়ে এত আলোচনা, ভারতীয় দলের ভারসাম্য, স্টিভ স্মিথ ও অন্য সব গ্রেটরা রান পাবে কি না এই সিরিজে, সবকিছু নিয়ে এত কথা… অথচ বুমরাহকে নিয়ে তারা সেভাবে কথাই বলে না।”
“হয়তো বোলার বলেই বুমরাহকে নিয়ে কোহলি-রোহিতদের মতো আলেচনা হয় না। ব্যাটারদেরই তুলে ধরা হয় অনেক বেশি।”
পার্থ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭২ রানে ৮ উইকেট নেওয়ার পর ৪১ টেস্টে জাসপ্রিত বুমরাহর উইকেট এখন ১৮১টি, বোলিং গড় ২০.০৬।
অন্তত দেড়শ উইকেট নেওয়া বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে বুমরাহর চেয়ে ভালো বোলিং গড় আছে কেবল একজনের। ইংল্যান্ডের কিংবদন্তি পেসার সিডনি বার্নস ২৭ টেস্টে ১৮৯ উইকেট নিয়েছিলেন ১৬.৪৩ গড়ে।
যখন উইকেট ঢেকে রাখা হতো না, উইকেট অনেক সময় থাকত ‘স্টিকি’, ব্যাটসম্যানদের জন্য প্রায়ই হয়ে উঠত ভয়ঙ্কর, সেই যুগে বার্নস ছিলেন বিপজ্জনক এক বোলার। তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে সেই ১৯১৪ সালে। যেটির মানে, গত ১১০ বছরের মধ্যে বুমরাহর গড়ই সেরা।
এই যুগে, যেখানে বোলারদের কাজটা অনেক কঠিন, উইকেট থেকে শুরু করে আইনের অনেক কিছুই ব্যাটসম্যানদের পক্ষে, সেখানে বুমরাহর এমন পারফরম্যান্স প্রায় অবিশ্বাস্য। এই সময়ের ক্রিকেটে বুমরাহর ধারেকাছে কাউকে দেখেন না হুসেইন।
“পরিসংখ্যানে সিডনি বার্নসের পাশেই বুমরাহ, তাই না? লম্বা সময় ধরেই ওর বোলিং গড় বিশের আশেপাশে। এটা তো অবিশ্বাস্য। সব সংস্করণ মিলিয়ে সে বিশ্বের সেরা বোলার, কেউ তার কাছাকাছি নেই।”