টি-টোয়েন্টি বিশ্বকাপ
দারুণ ছন্দে থাকা লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারও বললেন মিচেল মার্শ।
Published : 12 Jun 2024, 05:00 PM
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার সবশেষ দুটি বিশ্বকাপ জয়ের বড় কারিগরদের একজন অ্যাডাম জ্যাম্পা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিক বোলিংয়ে দলের জয়ে নিয়মিত অবদান রাখছেন অভিজ্ঞ লেগ স্পিনার। অধিনায়ক মিচেল মার্শের মতে তাই, জ্যাম্পাকে পাওয়া তাদের জন্য ভাগ্যের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে জ্যাম্পার শিকার দলের সর্বোচ্চ ৮ উইকেট। সবশেষ নামিবিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নেন তিনি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া বোলিংয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
একই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন ৩২ বছর বয়সী লেগ স্পিনার।
এর আগে চলতি আসরের প্রথম দুই ম্যাচে ওমান ও ইংল্যান্ডের বিপক্ষে ২টি করে উইকেট নেন জ্যাম্পা। ইংল্যান্ড ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
এছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩ ও দুই বছর পর ওয়ানডে বিশ্বকাপে ২৩ উইকেট নিয়ে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি।
গত কয়েক বছরে জ্যাম্পার গুরুত্বপূর্ণ সব অবদানে খুশি মার্শ। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর দলের লেগ স্পিনারকে প্রশংসায় ভাসান বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক।
"আপনি যদি তার ক্যারিয়ার দেখেন, বিশেষ করে গত ৫ বছরে, খুব সম্ভবত আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে বড় মুহূর্ত ভালোবাসে, চাপের মুহূর্ত পছন্দ করে। এটি অভিজ্ঞতার সঙ্গে আসে। এখন সে দারুণ বোলিং করছে। তাকে পেয়ে আমরা ভাগ্যবান।”