চ্যাম্পিয়ন্স ট্রফি
ফাইনালে ভারতের রহস্য স্পিনারের জন্য পরিকল্পনা সাজিয়ে রাখার কথা বললেন নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড।
Published : 07 Mar 2025, 08:03 PM
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে যেন ভারুন চক্রবর্তি। গ্রুপ পর্বে ভারতের এই রহস্য স্পিনারের স্পিন বিষে নীল হয়েছিল নিউ জিল্যান্ড। শিরোপা লড়াইয়ের আগে তাকে নিয়ে তাই ভীষণ সতর্ক কিউইরা। দলটির প্রধান কোচ গ্যারি স্টেড বললেন, ভারুনকে সামলানোর পথ খুঁজছেন তারা।
টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। সেখানকার উইকেট থেকে প্রবল সহায়তা পেয়েছেন স্পিনাররা। ভারত তাদের প্রথম দুই ম্যাচে স্পিনার খেলিয়েছে তিন জন, পরের দুই ম্যাচে চার জন।
গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে প্রথমবার খেলার সুযোগ পান ভারুন। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী স্পিনার। ২৪৯ রানের পুঁজি নিয়ে কিউইদের ২০৫ রানে গুটিয়ে জয় পায় ভারত।
পরে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারুন ২ উইকেট নেন ৪৯ রান দিয়ে। বিপজ্জনক ট্রাভিস হেডকে বিদায় করেন নিজের প্রথম ওভারেই।
দুবাইয়ে আগামী রোববার হবে ফাইনাল। শুক্রবার নিউ জিল্যান্ড কোচ স্টেড বললেন, ভারুনকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন তারা।
“আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, (ফাইনালে) সে খেলবে। আর সেভাবেই আমরা পরিকল্পনা করব।”
“খুব ভালো বোলার সে, কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করব আমরা।”