বিপিএল
অনেক অপেক্ষা ও হট্টগোলের পর অবশেষে টুর্নামেন্ট শুরুর আগের দিন টিকেটের তথ্য জানিয়েছে বিসিবি, কিছু ধোঁয়াশা রয়ে গেছে এরপরও।
Published : 29 Dec 2024, 03:01 PM
খেলা শুরুর আগের দিন সকালেও বিপিএলের টিকেট সম্পর্কে কোনো তথ্য জানা ছিল না আগ্রহী দর্শকদের। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে উত্তেজিত সমর্থকদের বিক্ষোভের পর ২৬ ঘণ্টার কম সময় বাকি থাকতে অবশেষে জানানো হলো টিকেটের মূল্য ও প্রাপ্তির স্থান।
বিবৃতিতে বিসিবি জানায়, সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ করতে হবে বিপিএলের খেলা দেখতে। অনলাইনের পাশাপাশি ব্যাংক ও বুথ থেকে কেনা যাবে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের টিকেট।
আগের সব আসরের মতো এবারও এক টিকেট দিয়ে দেখা যাবে প্রতি দিনের দুটি করে ম্যাচ।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগে বেশ কয়েকবার বলেছিলেন, সব টিকেট অনলাইনে বিক্রির চেষ্টা করবেন তারা। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন রোববার জানান, সর্ব সাধারণের কথা চিন্তা করে বাইরেও রাখা হয়েছে কিছু টিকেট।
টিকেটের জন্য তৈরি করা বিসিবির নতুন ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকেট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা।
অনলাইনে টিকেট করার পর সেটির কপি প্রিন্ট করে সঙ্গে মাঠে নিয়ে এলেই চলবে, আলাদা করে সশরীরে টিকেট সংগ্রহ করার প্রয়োজন নেই।
এর বাইরে মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে কেনা যাবে টিকেট। সেগুলো হলো- মিরপুর শাখা, মতিঝিল শাখা, উত্তরা শাখা, গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীচর শাখা ও পল্টন ভিআইপি রোড শাখা।
এসব শাখায় রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে উদ্বোধনী দিনের দুই ম্যাচের টিকেট। এছাড়া অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ওই সাতটি শাখায় বিক্রি করা হবে টিকেট। শের-ই-বাংলা স্টেডিয়ামের বুথে টিকেট পাওয়া যাবে কি না, তা জানানো হয়নি এখনও।
সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে পূর্ব গ্যালারির টিকেট। নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকেটের মূল্য ৩০০ টাকা করে। ক্লাব হাউজে (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড) বসে খেলা দেখতে গুনতে হবে ৫০০ টাকা।
এছাড়া ইন্টারন্যাশনাল লাউঞ্জ ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা করে।
এর বাইরে শহীদ মুশতাক স্ট্যান্ডে 'বর্জ্যশূন্য জোন' হিসেবে ৬০০ টাকা করে বিক্রি হবে নির্দিষ্ট ৩০০ টিকেট।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এবারের বিপিএলে গ্যালারিতে বিনামূল্যে পানি পাবেন দর্শকরা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার উদ্বোধনী ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।