আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রাবেয়া খানেরও।
Published : 05 Dec 2023, 10:43 PM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পুরস্কার পেলেন স্বর্ণা আক্তার। আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৪৬ ধাপ এগোলেন বাংলাদেশের ১৬ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। ২৯৭ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ১০৫তম স্থানে আছেন স্বর্ণা। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। ৩৮ ধাপ এগিয়ে পাকিস্তানের আলিয়া রিয়াজের সঙ্গে যৌথভাবে আছেন ৭৯তম স্থানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রোববার প্রথম টি-টোয়েন্টিতে স্বর্ণাকে অবশ্য ব্যাটিংয়ে নামতে হয়নি। বল হাতেই দলের স্মরণীয় জয়ের নায়ক তিনি। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
দলের ১৩ রানে জয়ের ম্যাচে ১৭ রানে একটি উইকেট নেওয়া আরেক লেগ স্পিনার রাবেয়া খান বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন পাঁচ ধাপ। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৬৩তম।
বোলারদের তালিকায় তিন ধাপ পিছিয়ে ৪৬তম স্থানে আছেন আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১৯তম স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। প্রথম ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৫৯ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলা ওপেনার মুর্শিদা খাতুন সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন।
ব্যাটারদের তালিকায় আগের মতো শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। বোলারদের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ও অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস শীর্ষস্থান ধরে রেখেছেন।