Published : 07 Nov 2023, 12:28 AM
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রাচিন রবীন্দ্র। সাদা বলে আলো ছড়িয়ে তিনি জায়গা করে নিলেন লাল বলের দলে। বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ফিরলেন মিচেল স্যান্টনারও।
দুই টেস্টের সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে নিউ জিল্যান্ড। বাংলাদেশের উইকেট বিবেচনায় কিউইরা শক্তি বাড়িয়েছে স্পিন বিভাগে। দুই বাঁহাতি স্পিনার স্যান্টনার, এজাজ প্যাটেল, লেগ স্পিনার ইশ সোধির সঙ্গে স্পিনে হাত ঘোরাতে পারেন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসও।
স্যান্টনার তার ২৪ টেস্টের সবশেষটি খেলেছেন ২০২১ সালে। গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে টেস্ট দলের বাইরে ছিলেন রবীন্দ্র। বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫২৩ রান করেছেন তিনি।
নিউ জিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের ২০২২-২৩ মৌসুমে বেশ ভালো করেন স্যান্টনার। ৩ ম্যাচে তিনি উইকেট নেন ১৫টি। ওই আসরে ৭ ম্যাচে ২১ উইকেট নেন এজাজ প্যাটেল। তিনি টেস্ট দলে ফিরলেন দুই সিরিজ পর।
ফিরেছেন ফাস্ট বোলার কাইল জেমিসনও। পেস বোলিং বিভাগে তার সঙ্গী অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি।
এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে যাত্রা শুরু করবে নিউ জিল্যান্ড। সিরিজে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টেড। তার জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ব্যাটসম্যান লুক রনকি। বিশ্বকাপের আগে বাংলাদেশে ওয়ানডে সিরিজেও স্টেডকে বিশ্রাম দিয়ে রনকিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
এবার পেস বোলিং কোচ হিসেসে থাকবেন জ্যাকব ওরাম। স্পিন কোচ হিসেবে আসবেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক সাকলায়েন মুশতাক। ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন ড্যানিয়েল ফ্লিন।
আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে।
নিউ জিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং।