মূল সিরিজের স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলে।
Published : 01 Nov 2023, 09:47 PM
ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। লতা মণ্ডলের অধিনায়কত্বে সাজানো ১৩ জনের দলে রাখা হয়েছে সালমা খাতুনকেও।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিসিবি উইমেন’স একাদশের মুখোমুখি হবে পাকিস্তান। ৫০ ওভারের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
মূল সিরিজের স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার- ফারজানা হক, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তারকে একমাত্র প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে।
সদ্যই ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর এবার বিসিবি একাদশের অধিনায়কত্ব পেয়েছেন লতা। এর সঙ্গে সালমা ছাড়াও মূল দলে জায়গা হারানো শারমিন আক্তারও ডাক পেয়েছেন এই দলে।
তবে লতা পুরোপুরি বাদ পড়লেও সালমা, শারমিনকে রাখা স্ট্যান্ডবাই হিসেবে। অপেক্ষমাণ তালিকার তৃতীয় জন শরিফা খাতুনও খেলবেন প্রস্তুতি ম্যাচে।
মিরপুরে আগামী শনিবার শুরু হবে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ। পরের দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টায়।
বিসিবি উইমেন'স একাদশ: লতা মণ্ডল (অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, মুর্শিদা খাতুন, সালমা খাতুন, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, শরিফা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, আফিয়া আসিমা ইরা, উন্নতি আক্তার, নিশিতা আক্তার।