শ্রীলঙ্কান ক্রিকেট
ঘরে ঢুকে প্রতিবেশীকে মারধরের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার আশেন বান্দারার বিরুদ্ধে।
Published : 09 Mar 2025, 09:24 PM
গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিতণ্ডায় জড়ানোর পর তার ওপর হামলা করার অভিযোগ উঠেছে আশেন বান্দারার বিরুদ্ধে। এই ঘটনায় তাকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।
আগামী বুধবার আদালতে হাজির থাকতে হবে ২৬ বছর বয়সী বান্দারার।
শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পিলিয়ানডালার কোলামুন্নায় এ ঘটনা ঘটে, যেখানে বান্দারা বাস করেন। রাস্তা আটকে রেখে দাঁড়িয়ে থাকা গাড়ি নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিবেশীর বাড়িতে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, বান্দারাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনাটি নিয়ে আরও জানতে হবে তাদের। বর্তমানে বান্দারার কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কথাও তুলে ধরেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ছয়টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বান্দারা। দুই ফিফটিতে ওয়ানডেতে তার রান ১৪১, টি-টোয়েন্টিতে করেছেন ৯৭ রান।