শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ
গল টেস্টের শেষ দুই সেশন ভেস্তে গেছে, ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
Published : 31 Jan 2025, 05:54 PM
দিনের শুরুটা ছিল রৌদ্রোজ্জ্বল। শ্রীলঙ্কাকে দ্রুত গুটিয়ে দেওয়ার আশায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের জন্য হতাশা হয়ে এলো বৃষ্টি। তাতে ভেস্তে গেল দুই সেশন। প্রথম সেশনে যেটুকু খেলা হলো, প্রতিপক্ষের চাপ সামলে লড়াই করলেন দিনেশ চান্দিমাল।
গলে প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন খেলা হয়েছে কেবল ২৭ ওভার। লাঞ্চ বিরতির আগে দিয়ে বৃষ্টি নামলে শুক্রবার আর খেলা সম্ভব হয়নি। ৫ উইকেটে ১৩৬ নিয়ে দিনের খেলা শেষ করা স্বাগতিকরা এখনও ৫১৮ রানে পিছিয়ে।
এখনও চালকের আসনে তাই ৬ উইকেটে ৬৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়া। তবে আবহাওয়ার পূর্বাভাস ড্রয়ের আশা দেখাচ্ছে লঙ্কানদের। শনিবার চতুর্থ দিনেও যে হতে পারে বৃষ্টি। অবশ্য পঞ্চম দিন খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলের ভীষণ চাপের সময় একপ্রান্ত ধরে রেখে লড়ে যাচ্ছেন চান্দিমাল। ৯ চারে ১১৫ বলে ৬৩ রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান কুসাল মেন্ডিস খেলছেন ১০ রানে।
আগের দিন টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ উইকেটে ৪৪ রান নিয়ে নতুন সকালে খেলতে নেমে শুরুতেই কামিন্দু মেন্ডিসের বিদায়ে আরও চাপে পড়ে যায় দলটি। দিনের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের ফুল লেংথ বলে লেগ সাইড দিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন কামিন্দু।
অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভাও পারেননি বেশিক্ষণ টিকতে। ম্যাথু কুনেমানকে উইকেট ছেড়ে সামনে এগিয়ে খেলার চেষ্টা করেন তিনি। তাকে এগিয়ে আসতে দেখে বলটি শর্ট ও বাইরে করেন অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার। পুরোপুরি পরাস্ত হন ধানাঞ্জায়া, অনায়াসে স্টাম্পিং করে দেন অ্যালেক্স কেয়ারি।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন চান্দিমাল। ৯১ বলে ক্যারিয়ারের ৩১তম টেস্ট ফিফটিতে পা রাখেন তিনি।
লাঞ্চ বিরতির কয়েক ওভার আগে দিয়ে নামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। মাঝে একবার খেলার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুই ঘন্টার বেশি আগে দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৬৫৪/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪২ ওভারে ১৩৬/৫ (আগের দিন ৪৪/৩) (চান্দিমাল ৬৩*, কামিন্দু ১৫, ধানাঞ্জায়া ২২, মেন্ডিস ১০*; স্টার্ক ৮-১-১৩-২, কুনেমান ১৩-২-৪৮-২, লায়ন ১৫-২-৪৩-১, মার্ফি ৬-১-২৬-০)