ভারতীয় ক্রিকেট
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় পাঞ্জাবের আনমোলপ্রিত সিংয়ের ওপরে আছেন কেবল এবি ডি ভিলিয়ার্স ও জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
Published : 21 Dec 2024, 06:10 PM
রান তাড়ায় শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আভিশেক শার্মার বিদায়ে কিছুটা চাপে পড়ে পাঞ্জাব। তবে ক্রিজে গিয়ে যেন তুড়ি মেরে সেই চাপ উড়িয়ে দিলেন আনমোলপ্রিত সিং। ব্যাটকে তরবারি বানিয়ে প্রতিপক্ষ বোলারদের করলেন কচুকাটা। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিয়ে জায়গা করে নিলেন রেকর্ড বইয়ের পাতায়।
ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজায় হাজারে ট্রফিতে শনিবার আরুনাচল প্রদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন আনমোলপ্রিত। এই সংস্করণে যা তৃতীয় দ্রুততম শতক। তালিকায় তার ওপরে আছেন কেবল দুইজন, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
প্রায় আট বছর ধরে এক দিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ডি ভিলিয়ার্সের; ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ ৩১ বলে শতক করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। ওয়ানডেতে সেটা অবশ্য এখনও দ্রুততম সেঞ্চুরি।
গত বছরের অক্টোবরে লিস্ট ক্রিকেটের হিসেবে ডি ভিলিয়ার্সের রেকর্ডটি ভেঙে দেন ফ্রেজার-ম্যাকগার্ক। অ্যাডিলেইডে মার্শ কাপের ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে স্রেফ ২৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান।
এই দুইজনের পরে এবার জায়গা করে নিলেন ২৬ বছর বয়সী আনমোলপ্রিত। এতদিন তৃতীয় স্থানে ছিল ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুইন্সল্যান্ডে নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের ৩৬ বলের সেঞ্চুরি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে ক্রিজে গিয়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন আনমোলপ্রিত। ৯ ছক্কা ও ১২ চারে ৪৫ বলে ১১৫ রান করেন তিনি। তার তাণ্ডবে স্রেফ ১২.৫ ওভারেই ৯ উইকেটে জিতে যায় পাঞ্জাব।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি আনমোলপ্রিতের পঞ্চম সেঞ্চুরি। এই সংস্করণে তার ফিফটি আছে ৮টি। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে ৪০.১৭ গড় ও ৯৩.৪৩ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৬০৭।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (২০২১, ২০২২) ও সানরাইজার্স হায়দরাবাদের (২০২৩, ২০২৪) হয়ে খেলেছেন আনমোলপ্রিত। আইপিএলে চার আসরে ৯ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ১৩৯ রান করতে পেরেছেন তিনি। ডানহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানকে এবারের মেগা নিলাম থেকে কেউ দলে টানেনি।