অধিনায়কের সঙ্গে তর্ক করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েও পার পেলেন না ওয়েস্ট ইন্ডিজের এই পেসার ।
Published : 08 Nov 2024, 10:17 AM
ক্ষমা চেয়েও পার পেলেন না আলজারি জোসেফ। অধিনায়কের সঙ্গে তর্ক করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেতেই হলো ২৭ বছর বয়সী পেসারকে।
শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই ঘটনা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন তিনি। তবে বোর্ডের শাস্তি ঘোষণার বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা কখনোই এড়িয়ে যাওয়ার মতো নয়।
ম্যাচের পর প্রকাশ্যে ক্ষমা চেয়ে জোসেফ জানান, অধিনায়ক শেই হোপ, সব সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি ক্যারিবিয়ান ক্রিকেটের অনুসারীদের কাছেও ক্ষমা চেয়ে তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের কাছেও ক্ষমাপ্রার্থনা করছি। উপলব্ধি করতে পারছি, আমার বিবেচনাবোধের এই ছোট্ট ঘাটতির প্রভাব হতে পারে সুদূরপ্রসারী এবং সবাইকে হতাশ করার জন্য আমি গভীরভাবে অনুশোচনা করছি।”
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার এই ঘটনা ঘটে। বারবাডোজে ম্যাচের চতুর্থ ওভার শুরুর আগে অধিনায়ক হোপের সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা যায় জোসেফকে। এই পেসারের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছিল, তিনি বেশ ক্ষুব্ধ। সম্ভবত মাঠ সাজানো নিয়ে অধিনায়কের সঙ্গে একমত হতে পারছিলেন না।
তার সেই ক্ষোভের আগুনে পুড়তে হয় ব্যাটসম্যানকে। ওই ওভারে দুর্দান্ত বোলিং করেন তিনি। চতুর্থ বলে ১৪৮ কিলোমিটার গতির দারুণ এক ডেলিভারিতে আউট করেন তিনি জর্ডান কক্সকে। উইকেট নেওয়ার পর কোনো উদযাপন করেননি তিনি। বরং ওই সময় পানি নিয়ে অতিরিক্ত যে ক্রিকেটারররা মাঠে প্রবেশ করেন, তাদের সামনে বেশ উত্তেজিত দেখা যায় তাকে। এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কিছু বলতে দেখা যায় তাকে।
পরে ওভারটি শেষ করে কাউকে কিছু না বলে রেগেমেগে হনহন করে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। কোচ ড্যারেন স্যামি এসে তাকে কিছু বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোচকেও পাত্তা না দিয়ে তিনি ডাগআউটে গিয়ে বসে যান। তখন কিছুক্ষণ ১০ জন নিয়ই ফিল্ডিং করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। পরে বদলি ফিল্ডার হেইডেন ওয়ালশ নামেন মাঠে।
জোসেফ অবশ্য ষষ্ঠ ওভারের আগে আবার মাঠে ফেরেন। বোলিংয়ে ফেরানো হয় তাকে দ্বাদশ ওভারে। ম্যাচে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পরে ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির সেঞ্চুরিতে ৮ উইকেটের জয়ে সিরিজ জিতে নেন ক্যারিবিয়ানরা।
ম্যাচের পর পুরস্কার বিতরণীতে এই ঘটনা নিয়ে অধিনায়ক শেই হোপ বলেন, “নো কমেন্ট… মাঠে এরকম হয়েই থাকে।” তবে জোসেফের আচরণ ‘অগ্রহণযোগ্য’ বলে ম্যাচের পরই কড়া বার্তা দিয়েছিলেন কোচ স্যামি।
কোচের সেই কথারই প্রতিফলন পড়ল বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্বের কথায়।
“আলজারির এই আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে যায় না। এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ঘটনাটি যে ভীষণ গুরুতর, সেটিকে পুরোপুরি অনুধাবন করেই আমরা কার্যকর ব্যবস্থা নিয়েছি।”
ওয়ানডে সিরিজ শেষে শনিবার শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ।