বাংলাদেশ ক্রিকেট
পাকিস্তান শাহিনসের পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ এইচপি দলের ব্যাটিং লাইন-আপ।
Published : 06 Aug 2024, 05:48 PM
প্রথম ওভারে ফিরলেন জিসান আলম। পাওয়ার প্লের মধ্যে একই পথে হাঁটলেন আরও চার ব্যাটসম্যান। বাকিরা প্রতিরোধের চেষ্টা করেও সফল হননি। হতশ্রী ব্যাটিংয়ে পাকিস্তান শাহিনসের ('এ' দল) বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এইচপি দল।
ডারউইনে মঙ্গলবার অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় ও শেষ এক দিনের ম্যাচে ৮ উইকেটে হারল আফিফ হোসেনের নেতৃত্বাধীন দল। বাংলাদেশ এইচপিকে ৭৮ রানে অলআউট করে ১৭ ওভারে ম্যাচ জিতে নেয় পাকিস্তান শাহিনস।
এর আগে প্রথম এক দিনের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ১১২ রানে জিতেছিল বাংলাদেশ এইচপি।
মঙ্গলবারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পেছন পানে হাঁটে এইচপি। আগের দিন ইনিংস সূচনা করা পারভেজ হোসেনকে নামানো হয় তিন নম্বরে। ওপেনিংয়ে নেমে রানের খাতা খুলতে পারেননি জিসান আলম।
প্রথম ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান পারেননি দুই অঙ্ক ছুঁতে। দুই চার ও এক ছক্কায় দলের সর্বোচ্চ ৩০ বলে ১৯ রান করেন বাঁহাতি পারভেজ। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন আর মাত্র তিন ব্যাটসম্যান।
১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট হারানো দলের স্কোর কিছুটা বাড়াতে পারেন মাহফুজুর রহমান (২৬ বলে ১২), শামীম হোসেন (২৩ বলে ১৩), আবু হায়দার (১৬ বলে ১০)।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ ইমরান জুনিয়র। খুররাম শাহজাদ, মুবাশির খান ও জাহান্দাদ খান পান ২টি করে উইকেট।
ছোট পুঁজি নিয়েও বেশ ভালো বোলিং করেন রিপন মন্ডল। দ্বিতীয় ওভারে তিনি ফিরিয়ে দেন শাহিবজাদা ফারহানকে। অষ্টম ওভারে তরুণ পেসারের দ্বিতীয় শিকার আরেক ওপেনার আব্দুল ফাসিহ।
এরপর উসমান খান ৩৯ ও তৈয়ব তাহির ১৭ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তান শাহিনসের জয় নিশ্চিত করেন।
চার দিনের ও এক দিনের ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া সফরে এবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ এইচপি। নর্দার্ন টেরিটরি ও পাকিস্তান শাহিনসের পাশাপাশি বিগ ব্যাশের কয়েকটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু ৯ অগাস্ট।
আগামী ১১ অগাস্ট বাংলাদেশ এইচপির প্রথম প্রতিপক্ষ মেলবোর্ন রেনেগেডস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২৪.৩ ওভারে ৭৮ (জিসান ০, তানজিদ ৪, পারভেজ ১৯, আফিফ ৫, আকবর ১, মাহফুজুর ১২, শামীম ১৩, আবু হায়দার ১০, রকিবুল ৫*, রিপন ০, মুকিদুল ৩; শাহজাদ ৬-১-২৪-২, ইমরান ৮-১-২২-৩, জাহান্দাদ ৫-০১৯-২, মুবাশির ৪-০-৯-২, আরাফাত ১.৩-০-৩-১)
পাকিস্তান শাহিনস: ১৭ ওভারে ৭৮/২ (ফাসিহ ১২, ফারহান ০, উসমান ৩৯*, তাহির ১৭*; আবু হায়দার ২-০-৪-০, রিপন ৫-১-৩০-২, মুকিদুল ৩-০-২৫-০, রকিবুল ৪-০-১০-০, মাহফুজুর ৩-২-৮-০)
ফল: পাকিস্তান শাহিনস ৮ উইকেটে জয়ী