শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অফ স্পিনার রামেশ মেন্ডিসকে দলে ডেকেছে লঙ্কানরা।
Published : 05 Feb 2025, 06:07 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অনভিজ্ঞ স্পিন আক্রমণ নিয়ে খেলতে নেমে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে তাই স্পিন বিভাগে শক্তি বাড়িয়েছে তারা। ডেকে পাঠিয়েছে অফ স্পিনার রামেশ মেন্ডিসকে।
গত শনিবার নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের বিব্রতকর অভিজ্ঞতা হয় শ্রীলঙ্কার। ঘরের মাঠ গলে তারা হেরে যায় ইনিংস ও ২৪২ রানে। প্রতিপক্ষের স্পিনে ধরাশায়ী হয়ে লঙ্কানরা দুই ইনিংসে করতে পারে ১৬৫ ও ২৪৭ রান।
৬ উইকেটে ৬৫৪ রান নিয়ে একমাত্র ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সফরকারীদের কোনো ধরনের চাপেই ফেলতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে কার্যকর বোলিং করতে পারেননি দলটির তিন স্পিনার।
ম্যাচটি ছিল লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে ও অফ স্পিনার নিশান পেইরিসের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট। ৩৮ ওভার বোলিং করে ১৮২ রান দিয়ে ৩ উইকেট নেন ভ্যান্ডারসে। ৪১ ওভারে ১৮৯ রান দিয়ে কোনো উইকেট পাননি পেইরিস।
অভিজ্ঞ প্রাবাথ জায়াসুরিয়াও পারেননি নিজেকে মেলে ধরতে। বাঁহাতি এই স্পিনার ৩টি উইকেট নিলেও, ৬০ ওভারে খরচ করেন ১৯৩ রান।
গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টের সবশেষটি খেলেন রামেশ। অন্য স্পিনারদের ব্যর্থতায় এবার ফের সুযোগ পাচ্ছেন তিনি। গত সোমবারই যোগ দিয়েছেন দলের সঙ্গে।
রামেশ ক্যারিয়ারের সবগুলো টেস্টই খেলেছেন এশিয়ায়। ইনিংসে পাঁচবার করে নিয়েছেন পাঁচ ও চার উইকেট। সব মিলিয়ে ৬৯ টেস্ট উইকেট তার নামের পাশে।
ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন ২৯ বছর বয়সী রামেশ। টেস্টে তার রান ৩৮০। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ সেঞ্চুরি ও ২২ ফিফটিতে ৪ হাজার ৬৬৮ রান করেছেন তিনি।
শ্রীলঙ্কায় চলমান প্রথম শ্রেণির প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টেও উজ্জ্বল তিনি। ২১.৯১ গড়ে ৫ ম্যাচে শিকার ধরেছেন তিনি ২৪টি। আর ৬ ইনিংসে ৫২ গড়ে রান করেছেন ২৬০, ফিফটি তিনটি।
২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন রামেশ। সেবার ৪০.৮৫ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা প্রবল।
টেস্ট দল থেকে পেসার ভিশ্ব ফার্নান্দো ও টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু উদারাকে ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটির দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু বৃহস্পতিবার।