টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফ্লোরিডায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব পড়তে পারে এখানকার বাকি তিন ম্যাচেও।
Published : 13 Jun 2024, 11:55 PM
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্লোরিডার লডারহিলে ম্যাচ আছে চারটি। যার প্রথমটি এরই মধ্যে বৃষ্টির কারণে ভেসে গেছে। বাকি তিন ম্যাচেও পড়তে পারে বিরূপ প্রকৃতির প্রভাব। সেক্ষেত্রে বড় ক্ষতি হতে পারে পাকিস্তান দলের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে সাবেক চ্যাম্পিয়নরা।
ভারী বৃষ্টিতে দক্ষিণ ফ্লোরিডা এখন পানির নিচে। বৃষ্টি হতে পারে সপ্তাহজুড়েই। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) বলেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডায় ‘বন্যা পর্যবেক্ষণ’ কার্যকর থাকবে।
লডারহিলে বাংলাদেশ সময় বুধবার ভোরে নেপাল-শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। এরপর এই মাঠে আছে ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড, কানাডা-ভারত ও আয়ারল্যান্ড-পাকিস্তান ম্যাচ।
প্রথম তিন ম্যাচের সবগুলো জিতে ভারত ‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে সুপার এইটে উঠে গেছে। বাকি চার দলেরই এখনও গাণিতিকভাবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও মূল লড়াইটা চলছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের।
৩ ম্যাচের দুটি জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে স্রেফ একটি জিতে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে কানাডা। ২ ম্যাচের দুটিই হেরে তলানিতে আয়ারল্যান্ড।
সুপার এইটে যেতে হলে পাকিস্তানকে শেষ ম্যাচে ভালো ব্যবধানে জিততেই হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে, আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র যেন হারে।
বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে আটটায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচ যুক্তরাষ্ট্র জিতলে কিংবা বৃষ্টিতে ভেসে গেলে পরের রাউন্ডে চলে যাবে তারা। সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।
আগামী রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। মাঝে শনিবার মুখোমুখি হবে ভারত ও কানাডা।
ফ্লোরিডায় শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ ভেস্তে যাওয়ায় এই দুই দলই গ্রুপ পর্ব থেকে বিদায়ের দুয়ারে চলে গেছে।
টি-টোয়েন্টি ম্যাচে ফল আনতে দুই ইনিংসেই অন্তত ৫ ওভার করে খেলা হতে হয়। বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই। ‘রিজার্ভ ডে’ আছে শুধু প্রথম সেমি-ফাইনাল ও ফাইনালে, দ্বিতীয় সেমি-ফাইনালেও তা নেই। দ্বিতীয় সেমি-ফাইনাল ও ফাইনালের মাঝে ফাঁকা আছে কেবল একদিন।