টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কা অধিনায়কের মতে, কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নিতে না পারার দায় তাদের নিজেদেরই।
Published : 17 Jun 2024, 09:37 PM
আসরে নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রে পা রাখে শ্রীলঙ্কা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে তারা। তার পরও তারা কন্ডিশন ও উইকেটের সঙ্গে সেভাবে মানিয়ে নিতে পারেনি বলেই মনে করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাদের ম্যাচ ও ভ্রমণের সূচি, হোটেল থেকে মাঠের দূরত্ব নিয়ে কথা হয়েছে অনেক। উইকেট নিয়ে অনেক আলোচনা তো চলছেই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের জন্য পারিপার্শ্বিকতাকে দায় দিচ্ছেন না লঙ্কান অধিনায়ক, কাঠগড়ায় তুলছেন তিনি নিজেদেরই।
নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে গা-গরমের ম্যাচ দুটি ফ্লোরিডায় খেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের ভেন্যু ছিল নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে। আসরজুড়ে অসম বাউন্সের পিচ ও আউটফিল্ডের জন্য সমালোচিত হওয়া মাঠটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখ থুবড়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং। ৭৭ রানে অলআউট হয়ে পায় ৬ উইকেটে হারের তেতো স্বাদ।
ওই ম্যাচের পর বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যেই অভিযোগ তোলেন হাসারাঙ্গা ও লঙ্কান রহস্য স্পিনার মাহিশ থিকশানা। ব্যস্ত সূচি, আবাসন ব্যবস্থা ও ভ্রমণের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
নিজেদের পরের ম্যাচটি শ্রীলঙ্কা খেলে ডালাসে। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচেও পেরে ওঠেনি তারা। নেপালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলে আসর থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত হয়ে যায় লঙ্কানদের। শেষটা অবশ্য জয় দিয়ে করতে পারে ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসকে সোমবার উড়িয়ে দিয়ে তুলে নেয় ৮৩ রানের জয়।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর ব্যর্থতার বিশ্লেষণে নিজেদের দিকেই আঙুল তুললে হাসারাঙ্গা। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের মতে, পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরনেও পরিবর্তন আনা উচিত ছিল তাদের।
“ম্যাচ হারলে পিচ এবং অন্যান্য কিছুকে দোষ দিতে পারেন। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে এটা (অজুহাত দেওয়া) ভালো কিছু নয়। অন্য দলকেও তো একই পিচে খেলতে হয়েছে। খেলার ধরনে পরিবর্তন করা আমাদের কাজ। আমরা দেশের প্রতিনিধিত্ব করছি এবং সেই দায়িত্ব আমাদের নিতে হবে।”
“আমরা প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে পারিনি এবং মানিয়ে নিতে পারিনি। এটাই আমাদের মূল ভুল ছিল।”
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে অনুশীলন ক্যাম্প করার সুযোগ করে দেওয়ায় বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন হাসারাঙ্গা।
“১০ দিন আগে আমাদের এখানে নিয়ে আসা এবং আমাদের জন্য একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করার কারণে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতেই হবে। এটা বড় একটি ব্যাপার ছিল। এখানকার কন্ডিশন, আবহাওয়া ও টাইম জোনে অভ্যস্ত হওয়া জরুরি ছিল।”
পরে লঙ্কান অধিনায়ক ব্যাখ্যা করার চেষ্টা করেন নিজেদের হারের কারণ।
“কিন্তু আমরা যখন যুক্তরাষ্ট্রের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলাম, তখন পিচগুলো আর আগের মতো ছিল না। যদিও কিছু দেশে পিচগুলি স্থানভেদে একই থাকে, যুক্তরাষ্ট্রে তেমনটা হয় না।”
“আমরা যতটা সম্ভব মানিয়ে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রথম ম্যাচ নিউইয়র্কে পড়েছে এবং ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে আমরা ডালাসে গিয়েছিলাম এবং সেখানকার পিচের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারিনি। দল ও অধিনায়ক হিসেবে এর দায় আমাদের নিতেই হবে।”