টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুরিয়াকুমার ইয়াদাভকে সরিয়ে এখন এক নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড।
Published : 26 Jun 2024, 05:09 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পরপর দুই ম্যাচে চল্লিশ ছোঁয়া ইনিংস খেলার প্রতিফলন পড়েছে নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। উন্নতি করেছেন লিটন দাসও। বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে রিশাদ হোসেন ও তানজিম হাসানের।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার যথারীতি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিষ্প্রভ শান্ত কিছুটা রানের দেখা পান সুপার এইটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করার পর ভারত ম্যাচে করেন ৪০। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফের ব্যর্থ বাঁহাতি এই ব্যাটসম্যান, করেন কেবল ৫ রান। তিনটি ম্যাচই হারে বাংলাদেশ।
চল্লিশ ছোঁয়া ওই দুই ইনিংসে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়ে এখন ভারতীয় গ্রেট ভিরাট কোহলির সঙ্গী শান্ত। তাদের সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। চারজনের রেটিং পয়েন্ট ৪৯৯।
আফগানদের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে হারা ম্যাচে একা লড়াই করে অপরাজিত ৫৪ রান করেন লিটন। এই ইনিংসের সুবাদে ৪ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে ৩৯ নম্বরে তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ রান করা তাওহিদ হৃদয়ের অগ্রগতি ৩ ধাপ, আছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কার সঙ্গে ২৭তম স্থানে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। ২০২৩ সালের ডিসেম্বর থেকে চূড়ায় থাকা ভারতের সুরিয়াকুমার ইয়াদাভকে সরিয়ে এখন এক নম্বর ব্যাটসম্যান ট্রাভিস হেড। দুইজনের রেটিং পয়েন্টের ব্যবধান কেবল ২, হেডের ৮৪৪ ও সুরিয়া কুমারের ৮৪২।
বিশ্বকাপে দলের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার হেড। আফগানিস্তানের বিপক্ষে শূন্যতে ফেরার আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেন ৩১ রান। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে প্রথমারের মতো শীর্ষে উঠলেন তিনি।
টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রিশাদ, তানজিম ও শেখ মেহেদি হাসান। সুপার এইটের তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে রিশাদের উন্নতি ৩ ধাপ। ৪৪ ধাপ এগোনো ভারতের জাসপ্রিত বুমরাহ ও সতীর্থ তাসকিন আহমেদের সঙ্গে ২৪তম স্থানে আছেন এই লেগ স্পিনার।
ভারতের বিপক্ষে দুই উইকেট নেওয়া তানজিমের অগ্রগতি ৪ ধাপ। এই পেসারের অবস্থান ৬৫তম। আর ৫ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে মেহেদি।
টিৃ-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষে ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদ। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান।
এই সংস্করণের অলরাউন্ডারদের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত সপ্তাহে চূড়ায় ওঠা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস তিন ধাপ নিচে নেমে যাওয়ায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে দুইয়ে আফগানিস্তানের মোহাম্মদ নাবি। ভারতের হার্দিক পান্ডিয়ার অগ্রগতি ৪ ধাপ, আছেন তিন নম্বরে।