দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
Published : 30 Nov 2024, 06:03 PM
শ্রীলঙ্কার আশা প্রায় শেষ হয়ে যায় আগের দিনই। একশ পেরোতেই পাঁচ উইকেট হারানো দলের হয়ে নতুন দিনে যা একটু প্রতিরোধ গড়লেন দিনেশ চান্দিমাল ও ধানাঞ্জায়া ডি সিলভা। তবে পাহাড়সম রান তাড়ায় বেশিদূর দলকে টেনে নিতে পারলেন না তারা। তাদের দৃঢ়তা ভেঙে প্রত্যাশিত বড় জয়ই পেল দক্ষিণ আফ্রিকা।
ডারবান টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। ৫১৬ রানের লক্ষ্যে সফরকারীরা করতে পারে কেবল ২৮২ রান।
প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে গুটিয়ে গিয়েই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। পরে রানের পাহাড় টপকানোর কঠিন চ্যালেঞ্জেও তেমন কোনো লড়াই করতে পারল না তারা। ১২ চারে চান্দিমালের ৮৩, এক ছক্কা ও ৯ চারে ধানাঞ্জায়ার ৫৯ রানের ইনিংস ও ৯ চারে কুসাল মেন্ডিসের ৪৮ রানে কেবল হারের ব্যবধানই কমে।
প্রোটিয়াদের জয়ের নায়ক মার্কো ইয়ানসেন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া পেসার দ্বিতীয়ভাগে নেন ৪ উইকেট। ডারবানে এক টেস্টে ১০ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার তিনি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা ইয়ানসেন ছাড়া আর কে!
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে টপকে দুইয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার শতকরা পয়েন্ট ৫৭.৬৯, দক্ষিণ আফ্রিকার ৫৯.২৬। ঠিক ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬১.১১।
৫ উইকেটে ১০৩ রান নিয়ে শনিবার দিন শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চান্দিমাল ও ধানাঞ্জায়া শুরুর কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে দেন দারুণ দৃঢ়তায়। সময়ের সঙ্গে সাবলীল ব্যাটিং করতে থাকেন তারা।
এক প্রান্তে কিছুটা সাবধানী ছিলেন চান্দিমাল, আরেক প্রান্তে দ্রুত রান তোলায় মনোযোগ দেন ধানাঞ্জায়া। ধীরে ধীরে জমে ওঠে তাদের জুটি। ইয়ানসেনকে চার মেরে ১০২ বলে পঞ্চাশে পা রাখেন ২৯ রান নিয়ে খেলতে নামা চান্দিমাল। পরের ওভারেই কেশাভ মহারাজকে চার মেরে ফিফটি করেন ধানাঞ্জায়া, ৬৬ বলে।
পঞ্চাশের পর টিকতে পারেননি ধানাঞ্জায়া। মহারাজের বলে মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ভাঙে ৯৫ রানের জুটি।
মেন্ডিসকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন চান্দিমাল। সেঞ্চুরি যখন খুবই নিকটে, তখনই মনোযোগ হারিয়ে ফেলেন তিনি। জেরল্ড কুটসিয়াকে ফিরতি ক্যাচ দিয়ে তিনি বিদায় নিলে ভাঙে ৭৫ রানের যুগলবন্দি।
এরপর আর বেশিক্ষণ টেকেনি শ্রীলঙ্কার ইনিংস। পরের ওভারেই ভিশ্ব ফার্নান্দোকে ফিরিয়ে দেন মহারাজ। মেন্ডিসকে কটবিহাইন্ড করে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন ইয়ানসেন। নিজের পরে ওভারেই আসিথা ফার্নান্দোর স্টাম্প ভেঙে দলকে জয়ের উল্লাসে ভাসান এই পেসার।
দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৯১
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪২
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৬৬/৫ ডিক্লে
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৬) ৭৯.৪ ওভারে ২৮২ (আগের দিন ১০৩/৫) (চান্দিমাল ৮৩, ধানাঞ্জায়া ৫৯, মেন্ডিস ৪৮, ভিশ্ব ১, লাহিরু ৫*, আসিথা ০; রাবাদা ২১-৩-৬৫-২, ইয়ানসেন ২১.৪-৫-৭৩-৪, কুটসিয়া ১৩-০-৬৭-২, মহারাজ ২৪-৫-৬৭-২)
ফল: দক্ষিণ আফ্রিকা ২৩৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মার্কো ইয়ানসেন
সিরিজ: ২ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা