আইপিএল
আইপিএলের ইতিহাসে নিলামে চতুর্থ সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার এখন ভেঙ্কাটেশ আইয়ার।
Published : 24 Nov 2024, 11:17 PM
পুরোনো ঠিকানাতেই ফিরেছেন ভেঙ্কাটেশ আইয়ার। ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে নিলামে চতুর্থ সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার এখন তিনি। ১০ কোটি রুপিতে আফগানিস্তানের ১৯ বছর বয়সী স্পিনার নুর আহমাদকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
গত আসরের শিরোপা জয়ী দল থেকে ভেঙ্কাটেশকে ছেড়ে দিয়েছিল কলকাতা। সৌদি আরবের জেদ্দায় রোববার মেগা নিলামে ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বিডিং শুরু করে কলকাতাই। পরে সেখানে যোগ দেয় লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
তবে লড়াই জমে ওঠে কলকাতা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। ২ কোটি রুপি ভিত্তি মূল্য থেকে দাম বাড়তে থাকে তরতরিয়ে। শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হয় কলকাতা।
২০২১ সালে আইপিএলে অভিষেক থেকে শুধু কলকাতার হয়েই খেলেছেন ভেঙ্কাটেশ। গত আসরে ১৪ ম্যাচে ১৫৮.৮০ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৭০ রান। ২০২৩ আসরে তিনি করেছিলেন একটি সেঞ্চুরি।
২৭ কোটি রুপিতে পান্তের রেকর্ড, শ্রেয়াসের ২৬ কোটি ৭৫ লাখ
২০২২ সালের মেগা নিলামে নুরকে ৩০ লাখ রুপিতে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি। গুজরাটের হয়েই ২০২৩ সালে অভিষেক আসরে ১৩ ম্যাচে খেলে তিনি নেন ১৬ উইকেট। গত আসরে একই দলের হয়ে ১০ ম্যাচে তার শিকার ছিল ৮ উইকেট।
এই বাঁহাতি রিস্ট স্পিনার এবার পেলেন নতুন ঠিকানা। সেন্ট লুসিয়া কিংসের এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। ১২ ম্যাচে ওভারপ্রতি ৬.১৯ করে রান দিয়ে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে জেতেন টুর্নামেন্ট-সেরার পুরস্কার।
এবারের নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তকে দলে নিয়েছে লাক্ষ্ণৌ। আইপিএলের ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। কলকাতার গতবারের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
১২ কোটি ৫০ লাখ রুপিতে ইংলিশ পেসার জফ্রা আর্চারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। শুরুতে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল না তার নাম। নিলামের তিন দিন আগে তালিকায় ফেরানো হয় তাকে।