বিসিবির সঙ্গে অধিনায়কদের মতবিনিমিয় সভায় আমন্ত্রণ পাননি মাশরাফি ও সাকিব, তাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করায় রেগে গেলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন।
Published : 17 Feb 2025, 07:34 PM
‘এই প্রশ্নটা কি করতেই হবে?’- পুরো প্রশ্ন শোনার আগেই বলে উঠলেন নাজমুল আবেদীন। তার চোখে-মুখে তখন স্পষ্ট বিরক্তির ছাপ। অধিনায়কদের সঙ্গে বিসিবি কর্তাদের বৈঠকে মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হয়েছিল নাজমুলের কাছে। কিন্তু উত্তর না দিয়ে চটে যান এই বোর্ড পরিচালক। পরে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নে তো আরও রাগান্বিত প্রতিক্রিয়া দেখান তিনি।
মিরপুরে বিসিবি কার্যালয়ে সোমবার সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেট সার্বিক দিক নিয়ে তাদের মতামত শোনেন বোর্ড সভাপতি ও অন্য কর্তারা।
সভায় সাবেক অধিনায়কদের মধ্যে গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, শাহরিয়ার নাফীস, লিটন কুমার দাসসহ সশরীরে উপস্থিত ছিলেন ৯ জন। এছাড়া ভিডিও কনফারেন্সে যোগ দেন খালেদ মাসুদ।
কিন্তু সেখানে সশরীরে কিংবা অনলাইনেও ছিলেন না দেশের সবচেয়ে সফল দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
গত ৫ অগাস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা আঙিনায় পালাবদলের পথ ধরে বাংলাদেশের ক্রিকেটেও এই দুজনকে নিয়ে চলছে নানা টানাপোড়েন। সাকিব তো আর দেশেই ফিরতে পারেননি। এমনকি বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পথ থাকলেও তাকে ফিরে যেতে হয় মাঝপথ থেকেই। মাশরাফি দেশে থাকলেও সবকিছু থেকেই আছেন আড়ালে। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন দুজনই।
এই সভায় তাদের না থাকাটা তাই বিস্ময়কর নয়। তেমনি, তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কি না বা অনলাইনে তারা অংশ নিয়েছিলেন কি না, এই প্রশ্নও খুব অযৌক্তিক নয়।
সভা শেষে নাজমুল আবেদীন সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাকে জিজ্ঞেস করা হয়, “আপনারা আজকে দেশের সব অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তাকে আমন্ত্রণ জানান হয়েছিল কি না অথবা অনলাইনে যুক্ত হয়েছিলেন কি না?”
প্রশ্ন শেষ হওয়ার আগেই নাজমুল বলতে থাকেন, ‘ডু ইউ হ্যাভ টু... এটা কি করতেই হবে? না… এই প্রশ্নটা কি করতেই হবে…!’
পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষা করেননি তিনি। নিজ থেকেই ‘পরের প্রশ্ন’ বলে চলে যান অন্য প্রসঙ্গে।
প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে তার কাছে জানতে চাওয়া হয়, যেসব অধিনায়ক সরাসরি উপস্থিত হতে পারেননি, তারা অনলাইনে যুক্ত ছিলেন কি না? এক শব্দের উত্তরে নাজমুল বলেন, ‘ছিল।’ অনলাইনে যুক্ত হওয়া একমাত্র অধিনায়ক ছিলেন খালেদ মাসুদ।
নাজমুলকে তখন জিজ্ঞেস করা হয়, সাকিব (অনলাইনে যুক্ত) ছিলেন? আবারও এক শব্দে তিনি উত্তর দেন, ‘না।’
এরপর কয়েক মুহূর্ত নীরব থেকে ডান হাতের তর্জনী উঁচিয়ে ওই সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এনি মোর কোশ্চেন?... সাকিবের সম্পর্কে?’ তার চোখ-মুখে রাগ আর বিরক্তি ফুটে ওঠে স্পষ্ট।
নাজমুলের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, সাবেক অধিনায়কদের সবাই বোর্ড সভাপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন।
“(অধিনায়কদের) সবাই আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনেকে খেলার কারণে দেশের বাইরে আছেন বা কাজের জন্য ব্যস্ত ছিলেন। তবে সবাই আমন্ত্রণ গ্রহণ করেছেন। যারা আসতে পারেননি, তারাও যে আসতে পারছেন না, সেটি জানিয়েছেন। অনেকেই ছিলেন। অনেকে হয়তো ছিলেন না। তবে সবাই এটিকে গ্রহণ করেছেন।”