শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ
আসালাঙ্কার সেঞ্চুরির পর স্পিনারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
Published : 12 Feb 2025, 05:49 PM
৫৫ রানে ৫ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গেল শ্রীলঙ্কা। এরপর, খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন চারিথ আসালাঙ্কা। এক প্রান্ত আগলে রেখে উপহার দিলেন চমৎকার সেঞ্চুরি। তাতে কোনোমতে দুইশ পার হলো লঙ্কার। সেটাই অবশ্য দলের জন্য যথেষ্ট করে তুললেন স্পিনাররা। ব্যাটিং ধসে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না অস্ট্রেলিয়া।
কলম্বোয় বুধবার প্রথম ওয়ানডেতে ৪৯ রানে জিতেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কার একার লড়াইয়ে ২১৪ রান করে তারা। পরে সবার নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় ১৬৫ রানে।
ক্যারিয়ার সেরা ইনিংসে ১২৭ রান করেন আসালাঙ্কা। লঙ্কান অধিনায়কের ১২৬ বলের ইনিংসটি গড়া ৫ ছক্কা ও ১৪ চারে। তিনি ছাড়া আর কেউ পার করতে পারেননি ৩০ রানও।
পরে অফ স্পিনে একটি উইকেটও নেন আসালাঙ্কা। এমন পারফরম্যান্সের পর ম্যান অব দা ম্যাচ তিনি ছাড়া আর কে!
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি শ্রীলঙ্কার বোলাররা। দারুণ বোলিংয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন থিকশানা। দুটি করে প্রাপ্তি দুনিথ ওয়েল্লালাগে ও আসিথা ফার্নান্দোর।
বোলাররা ভালো করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল তাদের ব্যাটিং। ইনিংসে একজনও করতে পারেননি ফিফটি। সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালেক্স কেয়ারি।
মন্থর ও নিচু বাউন্সের উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের পঞ্চম ডেলিভারিতেই কট বিহাইন্ড হয়ে যান পাথুম নিসাঙ্কা। পরের ওভারে ড্রেসিংরুমে ফেরেন আভিশকা ফার্নান্দো।
দুই ওপেনারকে ফেরানো স্পেন্সার জনসন ও অ্যারন হার্ডি কিছুক্ষণ পর পরপর দুই ওভারে বিদায় করেন কামিন্দু মেন্ডিস ও কুসাল মেন্ডিসকে। শন অ্যাবটের শিকার জানিথ লিয়ানাগে।
পাঁচ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া দলকে এরপর প্রায় একাই টানেন আসালাঙ্কা। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন দুনিথ ওয়েল্লালাগে। তাদের জুটিতে আসে ৬৭ রান। এরপর ছোটখাটো ব্যাটিং ধসে ১৩ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
ইশান মালিঙ্গাকে নিয়ে ইনিংসে সবচেয়ে বড় ৭৯ রানের জুটি গড়েন আসালাঙ্কা। যেখানে স্রেফ ১ রান অবদান মালিঙ্গার! এই জুটিতে ৫৩ বলে ৭৭ রান করেন আসালাঙ্কা। এই সময়েই ১১২ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।
ঘরের মাঠে নবম উইকেটে লঙ্কানদের রেকর্ড জুটি ভাঙে আসালাঙ্কার বিদায়ে। অ্যাবটকে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে যেমন শুরু প্রয়োজন ছিল, লঙ্কানদের সেটাই এনে দেন আসিথা। পরপর দুই ওভারে ম্যাথু শর্ট ও জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে ফিরিয়ে দেন এই পেসার। আক্রমণে এসেই কুপার কনোলিকে এলবিডব্লিউ করেন থিকশানা। তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথেরন স্টাম্প ভেঙে দেন ওয়েল্লালাগে।
৩১ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা সফরকারীদের হাল ধরার চেষ্টা করেন মার্নাস লাবুশেন ও কেয়ারি। তাদের জুটিতে আসে ৫২ রান। কিন্তু পরপর দুই ওভারে দুইজনের বিদায়ে ফের চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর হার্ডি ও শন অ্যাবটের জুটিতে আবার আশা জাগে তাদের। কিন্তু তাদের ৪১ রানের যুগলবন্দি ভাঙ্গার পর আর বেশিদূর যেতে পারেনি দলটি।
একই মাঠে আগামী শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি তারা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৬ ওভারে ২১৪ (নিসাঙ্কা ৪, আভিশকা ১, মেন্ডিস ১৯, কামিন্দু ৫, আসালাঙ্কা ১২৭, লিয়ানাগে ১১, ওয়েল্লালাগে ৩০, হাসারাঙ্গা ৭, থিকশানা ২, মালিঙ্গা ১*, আসিথা ০; জনসন ৭-০-৪৪-২, হার্ডি ৬-০-১৩-১, অ্যাবট ৯-০-৬১-৩, এলিস ৯-২-২৩-২, জ্যাম্পা ৬-০-৩২-০, শর্ট ৯-০-৩৯-১)
অস্ট্রেলিয়া: ৩৩.৫ ওভারে ১৬৫ (শর্ট ০, ফ্রেজার-ম্যাকগার্ক ২, কনোলি ৩, স্মিথ ১২, লাবুশেন ১৫, কেয়ারি ৪১, হার্ডি ৩২, অ্যাবট ২০, এলিস ০, জ্যাম্পা ২০*, জনসন ০; আসিথা ৫-১-২৩-২, মালিঙ্গা ৪-০-১২-০, থিকশানা ৯.৫-১-৪০-৪, ওয়েল্লালাগে ৭-০-৩৩-২, হাসারাঙ্গা ৬-০-৪৭-১, আসালাঙ্কা ২-০-৫-১)
ফল: শ্রীলঙ্কা ৪৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: চারিথ আসালাঙ্কা
সিরিজ: ২ ওয়ানডের সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা