জুরেলের মধ্যে মাহেন্দ্র সিং ধোনির মতো উপস্থিত বুদ্ধি ও ম্যাচ সচেতনতা দেখতে পাচ্ছেন ভারতের ব্যাটিং গ্রেট।
Published : 25 Feb 2024, 03:01 PM
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা কেবলই শুরু ধ্রুব জুরেলের। এর মধ্যেই এই কিপার-ব্যাটসম্যান ছড়িয়েছেন মুগ্ধতা। গ্লাভস হাতে স্টাম্পের পেছনে কার্যকারিতা, সঙ্গে তার ব্যাটিং সামর্থ্য মন জয় করে নিয়েছে সুনিল গাভাস্কারের। ভারতীয় এই ব্যাটিং গ্রেট তো জুরেলের মাঝে এখনই মাহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাচ্ছেন!
ধোনিকে অনেকে মনে করেন অধিনায়কদের অধিনায়ক। ম্যাচের পরিস্থিতি বুঝে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন বলেই তার আরেক নাম ‘ক্যাপ্টেন কুল।’ শুধু নেতৃত্ব দিয়েই নয়, উইকেটের পেছনের দায়িত্বেও ধোনি ছিলেন দুর্দান্ত। আর ব্যাট হাতে তো বিশ্বসেরা ফিনিশারদের একজন তিনি।
জুরেল কেবল দ্বিতীয় টেস্ট খেলছেন। ভারতের সফলতম অধিনায়ক ও কিপার-ব্যাটসম্যান ধোনির ধারেকাছে যেতে পারেন কিনা তিনি, সেটা সময়ই বলে দেবে। তবে ধোনির মতো উপস্থিত বুদ্ধি ও ম্যাচ সচেতনতার গুণ জুরেলের মাঝে দেখছেন গাভাস্কার।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন জুরেল। কিপিংয়ে তো নজর কাড়েনই, সঙ্গে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৪৬ রান। ব্যাট হাতে আরও উজ্জ্বল তিনি রাঁচিতে। দলের বিপদে একপ্রান্ত আগলে রেখে খেলেন ৯০ রানের দায়িত্বশীল এক ইনিংস।
অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও পরিস্থিতি অনুযায়ী যে ব্যাটিং করেছেন, তাতে অভিভূত গাভাস্কার। ম্যাচের তৃতীয় দিন ধারাভাষ্য দেওয়ার সময় জুরেলকে প্রশংসায় ভাসান তিনি।
“অবশ্যই সে দারুণ ব্যাটিং করেছে, তবে তার কিপিং, স্টাম্পের পেছনে দায়িত্ব সামলানো সমানভাবে দুর্দান্ত। তার ম্যাচ সচেতনতার বিবেচনায় আমি বলতে চাই, সে আরেকজন এমএস ধোনি হওয়ার পথে আছে।”
“জানি, আরেকজন এমএস ধোনি কখনও সম্ভব নয়। তবে তার যে উপস্থিত বুদ্ধি, ধোনি যখন খেলা শুরু করেছিল এমনই ছিল। জুরেলের মধ্যে সেই ম্যাচ সচেতনতা আছে।”
চলতি রাঁচি টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৫৩ রান। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ভারত। জুরেলের ইনিংসের সুবাদে ১৭৭ রানে ৭ উইকেট থেকে প্রথম ইনিংসে ৩০৭ রান করে তারা।