টানা চার জয়ের পর প্রথম হারের ম্যাচে আর্থিক জরিমানা গুনতে হচ্ছে দিল্লি ক্যাপিট্যালস অধিনায়ককে।
Published : 14 Apr 2025, 10:32 AM
আসরে প্রথম পরাজয়ের ম্যাচে আরও দুঃসংবাদ পেলেন আকসার প্যাটেল। হারের হতাশার সঙ্গে যোগ হলো জরিমানার যন্ত্রণা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অর্থদণ্ড দিতে হচ্ছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে।
আরুন জেটলি স্টেডিয়ামে রোববার মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে আকসারকে। মৌসুমে প্রথমবার এই অপরাধে ধরা পড়ায় আর বাড়েনি তার শাস্তি।
আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। পঞ্চম ম্যাচে এসে সেই শাস্তি পেলেন আকসার। পরবর্তী ম্যাচগুলোতে একই ভুল করলে বাড়বে তার জরিমানা।
ম্যাচের প্রথম ইনিংসে তিলাক ভার্মার ফিফটির সঙ্গে রায়ান রিকেলটন, সুরিয়াকুমার ইয়াদাভ, নামান ধিরের ক্যামিও ইনিংসে ২০৫ রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাবে কারুন নায়ারের বিধ্বংসী ইনিংসে ভালো অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় দিল্লি।
মৌসুমের পঞ্চম ম্যাচে দিল্লির এটি প্রথম পরাজয়। যথাসময়ে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে না পারায় জরিমানা গুনলেন আকসার।
চলতি মৌসুমে এর আগে একই দায়ে জরিমানা দিয়েছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রাজাত পাতিদার এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ ও সাঞ্জু স্যামসন।