এছাড়া প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
Published : 13 Jan 2025, 06:03 PM
‘বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা’- নিজেদের ডাকে কিছুক্ষণ সময় নিয়ে বললেন মোহাম্মদ আকরাম। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলে গতির ঝড় তুলে যে নজর কেড়েছেন নাহিদ, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে সেটিরই যেন জানান দিলেন পেশাওয়ার জালমির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ।
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের দশম আসরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন নাহিদ। গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নিয়েছে জালমি।
কিছুক্ষণ পর একই বিভাগে থাকা লিটন কুমার দাসকে নিয়েছে করাচি কিংস। আর ডায়মন্ড বিভাগ থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। তরুণ লেগ স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
সোমবার লাহোর ফোর্টে চলছে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লাটিনাম বিভাগে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে প্রথম ডাকে কেউ তাদের প্রতি আগ্রহ দেখায়নি।
ডায়মন্ড বিভাগে রিশাদের সঙ্গে ছিল তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়ের নাম। তারাও প্রথম ডাকে দল পাননি। পরে সিলভার বিভাগের তৃতীয় রাউন্ড থেকে রিশাদকে ডেকে নেয় লাহোর।
গোল্ড বিভাগে নাহিদ, লিটনসহ ছিলেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। প্রথম ডাকে নাহিদ ছাড়া অন্য কারও প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে সিলভার বিভাগের দ্বিতীয় রাউন্ডে লিটনকে দলে নেয় করাচি।
প্রথমবারের মতো দেশের বাইরের লিগটিতে খেলতে গেলে সতীর্থ হিসেবে বাবর আজম, সাইম আইয়ুব, কর্বিন বশ, টম কোহলার-ক্যাডমোরদের পাবেন নাহিদ। দলটির কোচ হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
বিপিএলে রেকর্ড-গড়া বিধ্বংসী সেঞ্চুরির পরদিন পিএসএলে দল পাওয়ার সুখবর পেয়েছেন লিটন। দেশের বাইরে এরই মধ্যে আইপিএল, এলপিএল ও সিপিএলের একটি করে আসরে খেলেছেন তিনি। অনাপত্তিপত্র পেলে এবার পিএসএল অভিষেকও হতে পারে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানের।
গত বছরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা গেছে রিশাদের চাহিদা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করে তিনি দল পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। কিন্তু ভিসা জটিলতায় খেলতে যাওয়া হয়নি তরুণ লেগ স্পিনারের।
পরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সেও ডাক পান রিশাদ। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা ও নানান বাস্তবতায় অস্ট্রেলিয়াতেও যেতে পারেননি তিনি। এবার পিএসএল দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে পথচলা শুরু হতে পারে তার।
আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা এবারের পিএসএল। ওই সময়ে জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। এছাড়া তখন চলবে ঢাকা প্রিমিয়ার লিগও। পিএসএল খেলার ছাড়পত্র পেতে প্রিমিয়ার লিগ কোনো বাথা হবে না। তবে টেস্ট দলে যারা থাকবেন, তাদের অনাপত্তিপত্র নিয়ে অনিশ্চয়তা থাকবে।