জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ
বুলাওয়ায়োতে দ্বিতীয় দিন শেষে ৪০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
Published : 03 Jan 2025, 11:07 PM
পঞ্চাশের আগে নেই ৪ উইকেট। বিপাকে পড়া দলকে টানলেন সিকান্দার রাজা ও ক্রেইগ আরভিন। দুইজনের ফিফটি ছাড়ানো ইনিংসের সঙ্গে শন উইলিয়ামসের কার্যকর ব্যাটিংয়ে লিড পেল জিম্বাবুয়ে। পরে আফগানিস্তানের দ্রুত ৩টি উইকেটও তুলে নিল তারা।
বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২৪৩ রানে। পরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে আফগানরা। এখনও ৪০ রানে পিছিয়ে তারা।
স্বাগতিকদের ৮৬ রানে লিড এনে দেওয়ার পথে বড় অবদান রাখা রাজা ৬ চারে করেন ৬১ রান। অধিনায়ক আরভিন ২ ছক্কা ও ৪টি চারে খেলেন ৭৫ রানের ইনিংস। ৮ চারে ৪৯ রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে।
৬ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নামা জিম্বাবুয়েকে শুরুতে চেপে ধরে আফগানরা। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর দলের হাল ধরেন রাজা ও আরভিন। দুইজনে গড়েন ৭১ রানের জুটি।
তাদের যুগলবন্দি ভাঙার সুযোগ দুই দফায় পেয়েছিল আফগানিস্তান। ৭ ও ৫৩ রানে দুইবারই বেঁচে যান রাজা; প্রথমবার স্লিপে ও দ্বিতীয়বার ডিপ স্কয়ার লেগে। দুইবারই বোলার ছিলেন ফারিদ।
৮৪ বলে ফিফটি করার পর ইনিংস বেশিদূর টানতে পারেননি রাজা। জিয়া-উর-রেহমানকে প্যাডেল সুইপ করে স্টাম্প হারান তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেটকে দ্রুত বিদায় করেন রাশিদ খান। এই লেগ স্পিনার টিকতে দেননি নিয়ামহুরিকেও।
দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় জিম্বাবুয়ে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৯ নম্বরে নেমে আরভিনকে নিয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন উইলিয়ামস। তাদের ৭৩ রানের জুটি ভাঙেন রাশিদ; আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইলিয়ামস কট বিহাইন্ড হন ৪৯ রানে।
এরপর বৃষ্টি ও ভেজা মাঠের কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। শেষ ব্যাটসম্যান হিসেবে আরভিনকে বিদায় করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন রাশিদ। ইনিংসে তার শিকার ৪ উইকেট। তিনটি প্রাপ্তি ইয়ামিন আহমাদজাইয়ের।
পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা আফগান শিবিরে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। আব্দুল মজিদকে দ্রুত বিদায় করা এই পেসার টিকতে দেননি অভিষিক্ত রিয়াজ হাসানকে। আগের ম্যাচে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করা হাশমাতউল্লাহ শাহিদিকে এবার ১৩ রানে বোল্ড করে দেন রাজা।
আলোকস্বল্পতার জন্য ফের কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ১৫৭
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩ ওভারে (আগের দিন ৬/০) (গাম্বি ৮, কারান ১৫, কাইটানো ০, রাজা ৬১, মায়ার্স ৫, আরভিন ৭৫, বেনেট ২, নিয়ামহুরি ১১, উইলিয়ামস ৪৯, এনগারাভা ১, মুজারাবানি ৪*; ইয়ামিন ১৮-৬২-৩, ফারিদ ১৪-৫-২৭-২, রাশিদ ২৭.৩-২-৯৪-৪, ইসমাত ৩-০-৭-০, জিয়া ১০-১-৩২-১, মালিক ১-০-১০-০)
আফগানিস্তান ২য় ইনিংস: ১৫ ওভারে ৪৬/৩ (মালিক ১, রিয়াজ ১১, রেহমাত ১৬*, শাহিদি ১৩*; এনগারাভা ৪-১-১২-০, মুজারাবানি ৬-১-১৭-২, নিয়ামহুরি ৩-১-১৩-০, রাজা ১-০-১-০)