আইসিসি
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিং শীর্ষে ফিরেছেন ভারতের এই তারকা ক্রিকেটার, আর ব্যাটসম্যানদের তালিকায় ৬৯ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন তিলাক ভার্মা।
Published : 20 Nov 2024, 06:52 PM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আহামরি পারফরম্যান্স করেননি হার্দিক পান্ডিয়া। তবে ব্যাট ও বল হাতে দলের সিরিজ জয়ে যতটুকুই অবদান রেখেছেন, তাতেই রাঙ্কিংয়ে উল্লেখযোগ্য লাফ দিয়েছেন তিনি। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ফিরছেন ভারতীয় তারকা।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন পান্ডিয়া।
প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি গত সপ্তাহে খেলেছে ভারত। ওই দুই ম্যাচের একটিতে ব্যাটিং পাননি পান্ডিয়া, আরেকটিতে তিনি করেন ১৮ রান। দুই ম্যাচেই বল হাতে একটি করে উইকেট নেন তিনি।
এর আগে একবারই টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন পান্ডিয়া। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে, গত জুনে।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই প্রথম দুই স্থানে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের ফিল সল্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বড় লাফ দিয়েছেন ভারতের তিলাক ভার্মা। ৬৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে তিনি। চার ম্যাচে ২৮০ রান করে ৩-১ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড় হন তিলাক।
ওই সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন সাঞ্জু স্যামসনও। এতে ১৭ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে। আর বিধ্বংসী হাইনরিখ ক্লসেন ৬ ধাপ এগিয়ে আছেন ৫৯তম স্থানে।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে যথারীতি প্রথম দুই স্থানে ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে দুটি করে উইকেট নিয়ে অ্যাডাম জ্যাম্পার উন্নতি ৫ ধাপ, তালিকায় তিন নম্বরে আছেন এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।
শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ডের ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে র্যাঙ্কিংয়ের এবারের হালনাগাদে। এই সংস্করণের বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন লঙ্কান রহস্য স্পিনার মাহিশ থিকশানা। আগের মতোই সবার ওপরে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।
ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় পাকিস্তানের বাবর আজম যথারীতি শীর্ষে। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর আফগানিস্তানের মোহাম্মদ নাবি।