৩১ বছর বয়সেই অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের এই লেগ স্পিনার।
Published : 03 Oct 2024, 05:25 PM
জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না অনেক দিন ধরেই। মাস পাঁচেক আগে চোট নিয়ে অব্যবস্থাপনার জন্য কাঠগড়ায় তুলেছিলেন ক্রিকেট বোর্ডকে। এবার পাকিস্তান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন লেগ স্পিনার উসমান কাদির।
পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে, ৩১ বছর বয়সী উসমান বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ এই ঘোষণা দেন।
পাকিস্তান দলে ডাক না পেয়ে একটা সময়ে উসমান চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সেখানে ২০১৭-১৮ মৌসুমে তিনি খেলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। সেই সময়ে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার আশা করেছিলেন।
তবে পরে তিনি ফিরে আসেন পাকিস্তানে, তার বাবাও যা চেয়েছিলেন। আব্দুল কাদিরের ক্রিকেট খেলুড়ে তিন ছেলের মধ্যে উসমান সবচেয়ে ছোট।
২০২০ সালের নভেম্বরে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উসমানের। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেন ২৩টি টি-টোয়েন্টি। মাঝে এক বছর দলে জায়গা না পাওয়ার পর গত বছরের অক্টোবরে দুটি ম্যাচ খেলেন তিনি হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা থাকলেও, সেখানে খেলেনি মূল দল।
পাকিস্তানের হয়ে মোট ২৫ টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৭.৯৫ করে রান দিয়ে তার শিকার ৩১ উইকেট। একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেন তিনি ২০২১ সালের এপ্রিলে, সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ৯ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট।
এই বছরের মে মাসে তার চোটের অব্যবস্থাপনার জন্য তিনি অভিযুক্ত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এ বিষয়ে তার কাছে ‘সমস্ত প্রমাণ’ আছে বলেও তখন দাবি করেন উসমান। এর পাঁচ মাসের কম সময়ের মধ্যে অবসরের ঘোষণা দিলেন তিনি।
“আজ, আমি পাকিস্তান ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। এই অবিশ্বাস্য যাত্রার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের বিষয় এবং আমার কোচ ও সতীর্থদের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, যারা প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিল।”
“আমি যখন এই নতুন অধ্যায়ে পা রাখছি, তখন আমার বাবার লেগ্যাসি বয়ে নিয়ে যাব। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, তা মনে রাখব। পাকিস্তান ক্রিকেটের চেতনা এবং একসঙ্গে তৈরি সব স্মৃতি আমার স্মৃতিতে থাকবে অমলিন।”
উসমান ঠিক কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তা যদিও স্পষ্ট নয়। তবে অনুমান করা যেতে পারে যে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ও পিএসএলসহ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আর খেলবেন না।
‘নতুন অধ্যায়’ বলে তিনি কী বোঝাতে চেয়েছেন, তাও স্পষ্ট নয়। গত মাসে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে তিনি দুটি ম্যাচ খেলেন ডলফিন্সের হয়ে। বিভিন্ন সময়ে বিগ ব্যাশ, বিপিএল, সিপিএলেও খেলতে দেখা গেছে তাকে।