রাজধানীর একটি হাসপাতালে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত এই সংগঠক।
Published : 19 Jun 2024, 03:14 PM
দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠলেন না আলমগীর খান। রাজধানীর একটি হাসপাতালে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্ষীয়ান পরিচালক।
বিসিবি বুধবার এক বিবৃতিতে আলমগীর খানের মৃত্যুর খবর জানায়। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে ‘আলো ভাই’ নামে অধিক পরিচিত ছিলেন তিনি।
লম্বা সময় ধরেই অসুস্থ ছিলেন আলমগীর খান। সুচিকিৎসার লক্ষ্যে যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। তেমন সুফল পাননি। গত কয়েকদিন ধরে বনানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই নিলেন চির বিদায়।
বিসিবির বর্তমান পরিচালন পর্ষদের অন্যতম সিনিয়র পরিচালক ছিলেন আলমগীর খান। গত দুই মেয়াদে বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এই পরিচিত মুখ।
আলমগীর খানকে প্রধান করে বরিশাল অঞ্চলের আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি সাজিয়েছিল বিসিবি। কিন্তু তার অসুস্থতার কারণে সেই কমিটির অনুমোদন ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সারা যায়নি।
ক্রিকেটের বাইরেও বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রধান ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আলমগীর খানের মৃত্যুতে পরপর দুদিন দুজন বর্ষীয়ান ব্যক্তিত্বকে হারাল বিসিবি। ২০২২ সাল থেকে লিউকোমিয়ার সঙ্গে যুদ্ধের পর ৬০ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র ক্রিকেট কোচ জাফরুল এহসান।
২০০৬ সালে বিসিবিতে যোগদানের পর বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন তিনি। ২০০৭ সালে দুই বছরের জন্য নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি। এছাড়া বাংলাদেশ 'এ' দল, অনূর্ধ্ব-১৯ দল ও এইচপিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এনসিএল, বিসিএল ও বিপিএলেও কাজ করেছেন জাফরুল এহসান।