বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
বিগ ব্যাশে যোগ দেওয়ায় শেই হোপ ও শেরফেইন রাদারফোর্ডকে টি-টোয়েন্টি সিরিজে পাবে না ওয়েস্ট ইন্ডিজ।
Published : 13 Dec 2024, 02:58 AM
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক পেলেন কেসি কার্টি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরলেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস।
সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডে চলাকালে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলার পর এবার প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পেতে পারেন কার্টি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে যোগ দিতে দেশ ছেড়ে যাবেন বিধায় শেই হোপ ও শেরফেইন রাদারফোর্ডকে টি-টোয়েন্টি সিরিজে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। একই কারণে শেষ ম্যাচে খেলা হবে না আকিল হোসেনের।
প্রথম দুই ম্যাচের পর আকিলের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন জেডেন সিলস।
চোটের কারণে গত দুই সিরিজ খেলতে না পারা চার্লসকে এবার দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে।
রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দলে ডেপুটি হিসেবে থাকছেন ব্র্যান্ডন কিং। সবশেষ ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হওয়া টেরেন্স হিন্ডস ও অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে যাত্রা শুরু করা শামার স্প্রিঙ্গার জায়গা ধরে রেখেছেন দলে।
সেন্ট ভিনসেন্টে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিল (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।